Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ মাসে ভারতে দেড় লাখ মানুষের আত্মহত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ১০:০৪ এএম

আত্মহত্যার মহামারী চলছে ভারতে। প্রতিদিন সে দেশে মানুষ আত্মহত্যা করছে। এক জরিপ থেকে জানা যায় ভারতে চলতি বছরের ১০ মাসে দেড় লাখের বেশি মানুষ আত্মহত্যা করেছেন। গত বছরের চেয়ে আত্মহত্যা বেড়েছে ১০ শতাংশ। আর আত্মহত্যাকারীদের মধ্যে এক-চতুর্থাংশই দিনমজুর।

আত্মহত্যা নিয়ে বৃহস্পতিবার দেশটির ক্রাইম রেকর্ড ব্যুরোর প্রকাশিত তথ্যে এমন চিত্র উঠে এসেছে। খবর: আনন্দবাজার।

এতে বলা হয়, গত ১০ মাসে ভারতে ১ লাখ ৫৩ হাজার ৫২ জন আত্মহত্যা করেছেন যা গত বছরের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।

আত্মহত্যার মোট ঘটনায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র (১৯,৯০৯)। চতুর্থ অবস্থানে থাকা পশ্চিমবঙ্গের ১৩ হাজার ১০৩ জন আত্মহত্যা করেছেন যা ভারতের মোট আত্মহত্যার ৮.৬ শতাংশ।

আত্মহত্যার কারণ বিশ্লেষণে বলা হয়, পারিবারিক কলহের কারণে ৩৩.৬ শতাংশ আত্মহত্যা করেছেন। ১৮ শতাংশ মানুষ শারীরিক অসুস্থতা সহ্য না করতে পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। বিয়ে ও প্রেমজনিত কারণে আত্মহত্যা করেছেন যথাক্রমে ৫ ও ৪.৪ শতাংশ মানুষ। পরীক্ষায় ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন ১.৪ শতাংশ শিক্ষার্থী।

জীবিকার দিক থেকে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছেন দিনমজুররা যা প্রায় এক-চতুর্থাংশ (২৪.৬ শতাংশ)। মানসিক অবসাদে ভুগে আত্মহত্যার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গৃহবধূরা (১৪.৬ শতাংশ)।

পরিসংখ্যান অনুযায়ী, যারা আত্মহত্যা করছেন, তাদের মধ্যে অবিবাহিত পুরুষের সংখ্যা সর্বাধিক। চলতি বছরে প্রায় ২৫ হাজার অবিবাহিত ব্যক্তি আত্মহত্যা করেছেন। তুলনায় অবিবাহিত নারীর আত্মহত্যার সংখ্যা ১১ হাজারের কাছাকাছি।

পুরুষদের মধ্যে ১৮-৩০ বছর ও ৩০-৪৫ বছরের মধ্যে আত্মহত্যার প্রবণতা প্রায় সমান। এই দু’টি বয়সে আত্মহত্যা করেছেন যথাক্রমে ৩৪ হাজার ৬২৯ ও ৩৬ হাজার ৫২৫ জন।

অন্যদিকে ১৮-৩০ বছরের নারীরা চলতি বছরে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছেন। এই সংখ্যাটি হলো ১৮ হাজার ৭৩ জন।

পরিসংখ্যানে দেখা যায়, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি যা ২৩.৪ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ