মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের বিরোধিতা উপেক্ষা করেই পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে এগোচ্ছে ইসরাইল। বুধবার ফিলিস্তিনি ভ‚মিতে তিন হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে দখলদাররা। খবর রয়টার্সের। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তাদের একটি পরিকল্পনা কমিটি পশ্চিম তীরে ১ হাজার ৩৪৪টি বাড়ি নির্মাণ ও ১ হাজার ৮০০ বসতি স্থাপনের প্রাথমিক অনুমোদন দিয়েছে। মার্কিন প্রস্তাবের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্তটি চ‚ড়ান্ত অনুমোদন পাবে কিনা তা এখন নির্ভর করছে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের ওপর। ওই কর্মকর্তা বলেছেন, ইসরাইল সরকার বাইডেন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক এবং বিভিন্ন রাজনৈতিক সীমাবদ্ধতার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। গত সপ্তাহে পশ্চিম তীরে নতুন করে এক হাজারের বেশি বাড়ি নির্মাণের ঘোষণা দেয় দখলদার ইসরাইল। এ বিষয়ে নাফতালি বেনেট সরকারের আবাসনমন্ত্রী জিব এলকিন বলেন, পশ্চিম তীরে ইহুদিদের উপস্থিতি বাড়ানো অপরিহার্য হয়ে পড়েছে। তাদের সরকার সেই লক্ষ্যেই এগোচ্ছে। স্বাভাবিকভাবেই এর তীব্র বিরোধিতা করছেন ফিলিস্তিনিরা। তবে অনেকটা নজিরবিহীনভাবে এবার ইসরাইলি কর্মকাÐের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্রও। গত মঙ্গলবার হোয়াইট হাউজের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের এই কাজের বিরোধিতা করছে। এর ফলে দ্বি-রাষ্ট্র সমাধানের যে চেষ্টা চলছে, তা বিঘ্নিত হবে এবং ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে। বাইডেন প্রশাসনের প্রকাশ্যে বিরোধিতার পরেও ইসরাইল পশ্চিম তীরে বসতি নির্মাণে এগিয়ে যাওয়ায় দুই পুরোনো মিত্রের মধ্যে সম্পর্কে টানাপোড়েনের আশঙ্কা করছেন অনেকে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেছেন, আমরা যেমন বলেছি, মার্কিন প্রশাসন (পশ্চিম তীরে) বসতি স¤প্রসারণের ঘোর বিরোধী। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।