Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়ালের বিপক্ষে বার্সা যা করতে পারেনি, ওসাসুনা তা করল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ৮:৩৭ এএম

লা লিগায় নিজেদের আগের ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেস্ককে ৫-০ গোলে উড়িয়ে দেয় তারা। তবে যে রিয়াল মাদ্রিদকে বার্সা বা শাখতার দোনেস্কের মতো দলগুলো আটকাতে পারেনি, সেখানে তাদের আজ রাতে লা লিগায় ০-০ গোলে আটকে দিয়েছে ওসাসুনা।

ম্যাচটিতে ৭৬ ভাগ সময় বল ছিল রিয়ালের দখলে, সুযোগও বেশি তৈরি করেছিল তারা। তবে ওসাসুনা যেন পণ করে মাঠে নেমেছিল যেভাবেই হোক রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু থেকে একটি পয়েন্ট নিয়ে যাবে। আর তাই তো পুরো ম্যাচটিতে গোল বাঁচানোর দিকে নজর ছিল তাদের। এক্ষেত্রে পুরোপুরি সফল হয়েছে তারা।

অবশ্য ম্যাচের প্রথমার্থে রিয়াল সুযোগ তৈরি করেছিল। এদার মিলিতাও ও ভিনিসিয়াস জুনিয়রের দুটি আক্রমন ঠেকিয়ে দেন ওসাসুনার গোলরক্ষক। তাছাড়া করিম বেনজেমা দ্বিতীয়ার্ধে একটি সুযোগ পেয়েছিলেন।

এই ম্যাচে ড্র করলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্খানে আছে রিয়ালই। অপরদিকে ওসাসুনার অবস্থান ছয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ