Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিংহাসনে ফিরলেন সাকিব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলীয়ভাবে বাংলাদেশ সুবিধা করতে না পারলেও ব্যক্তিগত অর্জনে নিজেকেই যেন ছাড়িয়ে যাওয়ার মিশনে নেমেছেন সাকিব আল হাসান। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপ‚র্ণ ম্যাচে মাঠে নামার আগেই দারুণ এক অর্জন ধরা দিয়েছে দেশসেরা এই ক্রিকেটারের মুঠোয়। টুর্নামেন্টে ব্যাট ও বল হাতে নিজেকে মেলে ধরে এই সংস্করণের অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সিংহাসন পুনরুদ্ধার করেছেন তিনি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। আফগানিস্তানের মোহাম্মদ নবিকে পেছনে ফেলে আবার শীর্ষে উঠেছেন সাকিব।
ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে জ্বলে উঠতে না পেরে শীর্ষস্থান হারান সাকিব। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকেই ব্যাটে-বলে উজ্জ্বল তিনি। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ ১১ উইকেট তার, গড় ৬.৪৫। ব্যাটে হাতে ১১৮ রান করে আছেন রান সংগ্রাহকদের তালিকায় তিনে। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তার রেটিং পয়েন্ট ২০ বেড়ে এখন ২৯৫। দুইয়ে থাকা নবির রেটিং পয়েন্টে কমে ২৮৫ থেকে ২৭৫ এ দাঁড়িয়েছে। তালিকায় উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার গেøন ম্যাক্সওয়েলেরও। তিন ধাপ এগিয়ে তিনি আছেন তিনে। তার সঙ্গে যৌথভাবে একই অবস্থানে নামিবিয়ার জেজে স্মিট, তিনি এগিয়েছেন ২৩ ধাপ।
ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের ডেভিড মালান। দুইয়ে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজম নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলেন দারুণ ইনিংস। তাতে ৮৩১ রেটিং পয়েন্টে থাকা মালানের সঙ্গে ব্যবধান কমিয়েছেন তিনি, বাবরের পয়েন্ট এখন ৮২০। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪০ রানের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম। আট ধাপ উপরে উঠেছেন তিনে আছেন তিনি। ভারতকে হারানো ম্যাচে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলা মোহাম্মদ রিজওয়ান নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৩৩। এই পাকিস্তানি এগিয়েছেন ৩ ধাপ, আছেন চারে। পঞ্চম স্থানে আছেন পাকিস্তানের বিপক্ষে ফিফটি করা ভারত অধিনায়ক বিরাট কোহলি।
বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। উন্নতি হয়েছে বাংলাদেশের শেখ মেহেদি হাসান, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ এবং অস্ট্রেলিয়ার জশ হেইজেলউডের। আসরে এখন পর্যন্ত ৫ উইকেট নেওয়া মেহেদি ১১ ধাপ এগিয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সেরা দশে। এই স্পিনার আছেন ৯ নম্বরে। তার আগের স্থানে সাকিব ও পরে মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা আফ্রিদিও ১১ ধাপ উঠে জায়গা করে নিয়েছেন ১২তম স্থানে। নিউজিল্যান্ড ম্যাচের সেরা রউফ ৩৪ ধাপ এগিয়ে আছেন ১৭ নম্বরে। ১৬ ধাপ এগিয়ে তার পরের অবস্থানে আছেন হেইজেলউড।
খেলোয়াড়দের উন্নতি হলেও দল হিসেবে র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে চার ম্যাচে দুটিতে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের কাছে হারায় ছয় নম্বর থেকে পিছিয়ে আটে অবস্থান মাহমুদউল্লাহরদের। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। তাদের পরেই আছে ভারত। পাকিস্তানের অবস্থান তিন নম্বরে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ বাংলাদেশ

৬ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ