Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-টোয়েন্টিতে ইংল্যান্ড কেমন খেলে, তার বাস্তব অভিজ্ঞতা নেই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ৮:৩৫ এএম

আবুধাবিতে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে টাইগাররা। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।

টি-টোয়েন্টিতে বর্তমানে বিশ্বের নাম্বার ওয়ান দেশ হলো ইংল্যান্ড। কিন্ত ২০ ওভারের খেলা অর্থাৎ টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ড কেমন খেলে, এ বিষয়ে বাংলাদেশের কোন বাস্তব জ্ঞান নেই। থাকবেই বা কি করে। ইংলিশদের বিপক্ষে কখনো টাইগাররা কোন টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি।

বিষযটি শুনতে অবাক করার মত হলেও সত্যি। বিশ্বকাপ তো দূরে থাক কখনো কোন দ্বিপাক্ষিক সিরিজেও ২০ ওভারের ম্যাচে ইংলিশদের মোকাবেলা করার সুযোগ হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। এবার বিশ্বকাপের কল্যাণে থ্রি লায়ন্সদের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলছে টাইগাররা। ফলে দুই দলের মধ্যে আজ থেকে খুলতে যাচ্ছে টি-টোয়েন্টির খাতা। সেখানে লেখা হবে দুই দলের হিসাব-নিকাশ আর পরিসংখ্যান।

ইংল্যান্ড সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে খেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই ম্যাচে ক্যারিবিয়ানদের মাত্র ৫৫ রানে আউট করে দিয়েছিল। ফলে এখন তাদের বিপক্ষে টাইগাররা কেমন করে এটিই দেখার বিষয়।

এদিকে বাংলাদেশ ইংল্যান্ডকে দুই দুইবার ওয়ানডে বিশ্বকাপে হারিয়েছে। প্রথমটি ২০১১ সালে, দ্বিতীয়বার ২০১৫ সালে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপেও যে টাইগাররা তাদের হারিয়ে দিতে পারবে না, এ গ্যারান্টি দিতে পারে কে?।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ বাংলাদেশ

৬ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ