বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় সড়কের পাশ থেকে নজরুল ইসলাম দুখু (২৩) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালের দিকে বগুড়া- নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু নারহট্ট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত নজরুল কাহালুর নারহট্ট এলাকার নাসিরউদ্দীনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি আমবার হোসেন।
ওসি আমবার জানান, ভোর ৪টার দিকে নজরুলকে কয়েকজন মানুষ মহাসড়কের মাঝখানে বসে জিকির করতে দেখেছিলেন। তার মাথায় আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন যানবাহনের ধাক্কায় নজরুলের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।