Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্ব ইউরোপে সংক্রমণ পরিস্থিতির অবনতি

স্বাস্থ্যকর্মীদের টিকা নেয়া বাধ্যতামূলক হতে পারে, ব্রিটেনে এখনই বিধিনিষেধ নয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

ইউরোপের পূর্বাঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটছে। এই অঞ্চলে আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। রোববার বার্তা সংস্থা রয়টার্স নিজস্ব পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে। ইউরোপের এই অঞ্চলের দেশগুলোর টিকাদানের হার সর্বনিম্ন। এই অঞ্চলের জনগোষ্ঠীর অর্ধেকের কম অংশ মাত্র এক ডোজ টিকা পেয়েছেন। পূর্ব ইউরোপে এখন দৈনিক সংক্রমণের গড় ৮৩ হাজার ৭০০ এর বেশি। গত বছরের নভেম্বরের পর দৈনিক সংক্রমণের এই হার সর্বোচ্চ। বিশ্বের নতুন সংক্রমণের ২০ শতাংশ এখন ইউরোপের এই অঞ্চলে। রয়টার্সের বিশ্লেষণে দেখা গেছে, পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে রাশিয়া, ইউক্রেন ও রোমানিয়ায় করোনার সংক্রমণ হার সবচেয়ে বেশি। আবার এই দেশগুলোর মধ্যে সংক্রমণ হার সবচেয়ে বেশি রাশিয়ায়। দেশটিতে প্রতি পাঁচ মিনিটে ১২০ জনের করোনা শনাক্ত হচ্ছে। টানা চতুর্থ দিনে দেশটিতে শুক্রবার করোনায় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়। রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকায় ব্যাপক চাপের মুখে রয়েছে রাশিয়ার হাসপাতালগুলো। সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা মস্কোতে আগামী সপ্তাহ থেকে শাটডাউন কার্যকর হবে। এক সপ্তাহের এই শাটডাউনে নিতান্ত প্রয়োজনীয় ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গত ১৯ অক্টোবর স্লােভাকিয়া তিন হাজার ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত মার্চের পর দেশটিতে এক দিনে এটি সর্বোচ্চ সংক্রমণ। টিকা দেওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে স্লােভাকিয়া। রোমানিয়াতে হাসপাতালগুলোর জরুরি চিকিৎসার কোনা বেড আর খালি নেই। মৃতের সংখ্যা বাড়ায় মর্গে অতিরিক্ত মৃতদেহ রাখার অবস্থা নেই। দেশটিতে প্রতি পাঁচ মিনিটে এক জন করোনায় মারা যাচ্ছে। শুক্রবার টানা দ্বিতীয় দিন ইউক্রেনে সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ রেকর্ড করা হয়েছে। সংক্রমণের বিস্তার বন্ধে চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। অপরদিকে, ব্রিটেনে স্বাস্থ্য বিভাগের (এনএইচএস) স্টাফদের করোনা ভাইরাসের টিকা নেয়া বাধ্যতামূলক করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পক্ষ থেকে নতুন করে বিধিনিষেধ বা প্লান-বি প্রয়োগের দাবি উঠলেও তিনি তা উপেক্ষা করেছেন। বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে আর কোন করোনা ভাইরাস বিষয়ক বিধিনিষেধ দেয়ার প্রয়োজন নেই। তিনি আশা প্রকাশ করেন, জনগণ স্বাভাবিক অবস্থায় একটি বড়দিন পালন করতে পারবেন। ওদিকে এনএইচএসের মেডিকেল ডিরেক্টর স্টিফেন পাওয়িস জনগণকে টিকা নিতে উদ্বুদ্ধ করেছেন। বলেছেন, এ সপ্তাহে আরো ২০ লাখ বুস্টার ডোজ চেয়ে আবেদন পাঠিয়েছে এনএইচএস। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এনএইচএস ইংল্যান্ড বলেছে, গত মাসে বুস্টার ডোজ দেয়া শুরু হয়। তারপর এখন পর্যন্ত কমপক্ষে ৫০ লাখ মানুষ এই ডোজ নিয়েছেন। সরকার ঘোষণা দিয়েছে, এ সপ্তাহের বাজেটে অতিরিক্ত ৫৯০ কোটি পাউন্ড পেতে যাচ্ছে ইংল্যান্ডের এনএইচএস। এই অর্থকে ‘গেম চেঞ্জিং’ হিসেবে আখ্যায়িত করেছেন চ্যান্সেলর ঋষি সুনাক। তিনি সোমবার সকালে বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে এসব কথা বলেছেন। এ বিষয়ে বুধবার বিস্তারিত জানানো হবে। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ