Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে পুলিশের গুলিতে মুসলিম শিক্ষার্থী নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

ভারত অধিকৃত কাশ্মীরে চলমান অস্থিরতার মধ্যেই দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মির সফর করছেন। তার সফর চলাকালেই পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে এক বেসামরিক মুসলিম তরুণ। রোববার উপত্যকার সোপিয়ান এলাকায় নিরাপত্তা বাহিনী এবং সন্দেহভাজন অস্ত্রধারীদের মধ্যে গোলাগুলি চলাকালে ক্রসফায়ারে মারা যান ঐ তরুণ। এই হত্যাকাণ্ডকে ঠাণ্ডা মাথার খুন হিসেবে আখ্যা দিচ্ছে নিহতের পরিবার। ১৯ বছর বয়সী শহিদ আহমেদ ছিলেন শিক্ষার্থী। আপেল সংগ্রহের জন্য সে এক সপ্তাহ ধরে সোপিয়ানে ছিল। পরিবারের অভিযোগ, নিহত আহমেদের লাশও পরিবারকে দেয়া হচ্ছে না। তারা আশঙ্কা করছেন, না জানিয়েই অজ্ঞাত কোনো স্থানে কবর দেয়া হবে তাকে। এ নিয়ে অক্টোবর মাসেই ১২ বেসামরিককে হত্যা করা হলো। কাশ্মীরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অমিত শাহ। তার সফরকালের মধ্যেই বাড়ানো হয়েছে এলাকার নিরাপত্তা। আরও বেশ কিছু কম্পানি সিআরপিএফ পাঠানো হয়েছে সেখানে। ওই নাগরিকের মৃত্যু জঙ্গিদের গুলিতে হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে জানা গেলেও, এই মৃত্যু নিয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী কী বলছে তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। এদিকে ঠাসা কর্মসূচি নিয়ে তিন দিনের কাশ্মীর সফরে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার সফরকালে এমন ঘটনার জেরে রীতিমতো ত্রস্ত কাশ্মীর। এদিকে, গোটা কাশ্মীরে বারবার সাধারন নাগরিকদের খুন করার ঘটনা নিয়ে স্বাধীনতাকামীদের বিরুদ্ধে অভিযান শুরু করে দিয়েছে সেনা। একাধিক জায়গায় কাশ্মীরে শুরু হয়েছে অভিযান। আর অভিযানের জেরে সেনা ও জঙ্গি দুই পক্ষের মধ্যে এদিন রীতিমতো সংঘাত শুরু হয়। ডন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ