Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় রড বোঝাই লরিচাপায় নিহত ২

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ৮:৪৫ পিএম

কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় রাতুল (১০) ও শাহেদ (১৪) নামে দুই শিশু নিহত হয়েছে। নিহতরা দুজনে আপন খালাতো ভাই।

রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের হাসিমপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাতুল কুমারখালী বড়ইচারা গ্রামের রফিকের ছেলে ও শাহেদ খোকসা মোড়াগাছার আক্তার মালিথার ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে রাতুল ও শাহেদ নামের দুই শিশু কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাজবাড়ী অভিমুখী ১৬ চাকার রড বোঝাই লরি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। লরির চাকায় পিষ্ট হয়ে শিশু দুটি ঘটনাস্থলেই মারা যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর কুমারখালী, খোকসা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এলাকাবাসী জানান রাতুল তার খালাতো ভাই শাহেদের বাড়িতে বিকেলে বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হয়েছে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে খোকসা, কুমারখালী ও হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ