Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে মোটর সাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত

মতলব(চাঁদপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ৭:২০ পিএম

চাঁদপুরের মতলব উত্তরে মোটর সাইকেল দুর্ঘটনায় পথচারী হুমায়ূন খাঁন (৭০) নিহত। মোটর সাইকেল চালক উত্তম কান্তি গুরুতর আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২৪ অক্টোবর রবিবার গালিমখা বেড়িবাঁধে এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে হুমায়ূন খাঁন মারা যান। তিনি গালিমখা গ্রামের মৃত. খলিল খানের ছেলে। মোটর সাইকেল আরোহী গোপালগঞ্জ থেকে কর্মস্থল গজারিয়া যাওয়ায় পথে এ দূর্ঘটনা ঘটে। উত্তম কান্তি গজারিয়ায় ব্র্যাক এর ক্রেডিড অফিসার হিসেবে কর্মরত।
মতলব উত্তর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। মোটর সাইকেল জব্দ করে থানা হেফাজতে রেখেছেন।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমান বলেন, দূর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ