Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে ডাবল মার্ডারের আরো চার আসামি কারাগারে

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ৪:১২ পিএম

বিশ্বনাথের চাঞ্চল্যকর ডাবল মার্ডারের আরো চার আসামিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। রোববার সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্র্যাট ৩নং আমলী বিচারক আলমগীর হোসেনের আদালতে আতœসমর্পন করলে আদালত চারজনের জামিন না মঞ্জর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আসামিরা হচ্ছেন, খুনি সাইফুলের ভাই নজরুল আলম, সদর আলম এবং ওপর দুই আসামী সিরাজ উদ্দিন, আছকির মিয়া। এই তথ্য নিশ্চিত করেন বাদী পক্ষের সিনিয়র আইনজীবি এএসএম গফুর। বাদী পক্ষের শুনানীতে অংশগ্রহণ করেছিলেন সিনিয়র আইনজীবি রেজাউল করীম ও একেএম সামিউল আলম। এই চার আসামী মহামান্য হাইকোর্ট আদালতে গত ১৫ সেপ্টেম্বর সাইফুলের সাথে চার সপ্তাহের মধ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে হাজির হওয়ার নিদের্শনা নিয়ে এসেছিলেন। কিন্তু ১২ অক্টোবরের মধ্যে নির্ধারিত সময়ে আদালতে সারেন্ডার না করে হাইকোর্টের নিদের্শনাকে অবজ্ঞা করে পলাতক হয়ে যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাগারে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ