Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইজেরিয়ায় কারাগারে ফের হামলা, হাজার বন্দীর পলায়ন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ১০:৩০ এএম

নাইজেরিয়ার একটি কারাগারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলার পর কারাগার থেকে পালিয়েছেন প্রায় হাজারের কাছাকাছি বন্দী। ঠিক কতজন বন্দী পালিয়েছেন সে সম্পর্কে এখনই নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে প্রায় হাজারের মতো বন্দী পালিয়েছে, ডয়েচে ভেলে বলছে এ সংখ্যা ৮০০’র বেশি। আল জাজিরা তাদের প্রতিবেদনে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি।
নাইজেরিয়ার ওইয়ো প্রদেশের যে কারাগারের এ ঘটনা ঘটেছে ওই কারাগারের একজন মুখপাত্র সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, শুক্রবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, ঠিক কতজন পালিয়েছে বা কতজনকে আবারও ধরা হয়েছে সে সংখ্যা আমি এখনই বলতে পারছি না। তবে আমি এটুকু বলতে পারি যে কারাগারের আশপাশ ও শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
চলতি বছর তৃতীয়বার এ ধরনের ঘটনা ঘটলো নাইজেরিয়াতে। লাগোসের নিউজ পোর্টাল দ্য কেবল তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০১৭ সাল থেকে অন্তত ৪ হাজার ৩০৭ জন বন্দী কারাগার থেকে পালিয়েছে।
চলতি বছরেই দুটি ঘটনায় ২ হাজারের বেশি বন্দী কারাগার থেকে পালিয়েছে। কারাগারে হামলার এ ঘটনাগুলোর একটার সাথে আরেকটার সংযোগ নেই বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে হামলার ঘটনাগুলোর মধ্যে মিল রয়েছে। পালনো বন্দীদের কয়েকজনকে আবারও গ্রেফতার করা সম্ভব হয়, কেউ কেউ আবার স্বেচ্ছায় ফিরে আসেন।
কারাগার থেকে যারা পালিয়েছেন তাদের অনেকেরই এখনও বিচার কাজ শেষ হয়নি।
সরকারি তথ্য অনুযায়ী, নাইজেরিয়ার কারাগারগুলোতে প্রায় ৭০ হাজার বন্দী রয়েছে। এরমধ্যে মাত্র ২০ হাজার মতো বা ২৭ শতাংশের দোষী সাব্যস্ত হয়েছে আদালতে। সূত্র : আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাইজেরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ