Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীদের থেকে পুরুষদের উপর বেশি প্রভাব পড়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২১, ১০:৪৫ এএম

জনসংখ্যার অনুপাতে এবার করোনায় ভারতে নারীর চেয়ে পুরুষের বেশি মারা গিয়েছে। আর নারীর চেয়ে পুরুষের গড় আয়ু কমে গিয়েছে। এক কথায় বলা চলে করোনাভাইরাসের ধাক্কায় ভারতে মানুষের গড় আয়ু কমেছে দু'বছর। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন সায়েন্সেস (আইআইপিএস) এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) যৌথ গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। গবেষকদের দাবি, করোনার জেরে ৩৫-৭৯ বছরের মধ্যে যে অত্যধিক মৃত্যু হয়েছে, তার ফলেই কমেছে মানুষের গড় আয়ু।

বৃহস্পতিবার বিএমসি পাবলিক হেলথে প্রকাশিত গবেষণা অনুযায়ী, বয়সভিত্তিকে মৃত্যুর নিরিখে নারীদের থেকে পুরুষদের উপর মহামারীর বেশি প্রভাব পড়েছে। আইআইপিএসের সূর্যকন্ত যাদব জানান, ‘বয়সের ভিত্তিতে মৃত্যুর ক্ষেত্রে যে অসাম্য আছে, তা পুরুষদের ক্ষেত্রে বেশি।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘মহিলাদের থেকে পুরুষরা বেশি বাহ্যিক বিষয়ের সম্মুখীন হওয়ার কারণে সেটা হতে পারে।’

ওই গবেষণার জন্য 'কোভিড-১৯ ইন্ডিয়া অ্যাপ্লিকেশন প্রোগামিং ইন্টারফেস' (এপিআই) পোর্টাল থেকে তথ্য সংগ্রহ করা হয়েছিল। গত বছরের ৩০ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তথ্য জোগাড় করেছিলেন গবেষকরা।

তারা জানিয়েছেন, করোনাভাইরাস-সহ মৃত্যুর ২২টি কারণ চিহ্নিত করেছিলেন। সেই তথ্য বিশ্লেষণের মাধ্যমে গবেষকরা দেখেন যে ভারতে মানুষের গড় আয়ু দু'বছর কমে গিয়েছে। গবেষণা অনুযায়ী, গড় আয়ু যে ছয় থেকে আট বছর বেড়েছিল, তা কমিয়ে দিয়েছে করোনাভাইরাস মহামারী। মৃত্যুর ক্ষেত্রে পাঁচ বছরের যে পার্থক্য ছিল, তাও করোনা মহামারীর ধাক্কায় বাতিল হয়ে গিয়েছে। ওই গবেষণায় জানানো হয়েছে, মানুষের গড় আয়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে করোনা মহামারী।
সূত্র : হিন্দুস্তান টাইমস

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ