Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার আর একটি মুসলিম দেশ পাচ্ছে তুরস্কের সেই ড্রোন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২১, ৮:৫৫ এএম

পুরো দুনিয়াকে অবাক করে দিয়ে আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে ব্যাপক সাফল্য অর্জন করে আজারবাইজান। আর মূলে ছিলো তুরস্কের ড্রোন। এবার সে ড্রোন পাচ্ছে তুরস্কের প্রতিবেশি একটি মুসলিম দেশ।
জানা যায়, আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে হওয়া নাগরনো কারাবাখ যুদ্ধে ব্যাপক সাফল্য এনে দেওয়া তুরস্কের বায়রাক্তার টিবি-২ ড্রোন পেতে যাচ্ছে মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ কিরগিজস্তান।

বৃহস্পতিবার কিরগিজস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির চেয়ারম্যান কামচিবেক তাশিয়েভ এ তথ্য জানান। এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু।

কামচিবেক তাশিয়েভ বলেন, কিরগিজস্তান তুরস্কের ড্রোনের চালান শিগগির পেতে যাচ্ছে। আমরা তুরস্কের কাছে বায়রাক্তার টিবি-২ (ট্যাকটিকেল ব্লক ২) ড্রোনের অর্ডার দিয়েছি।

তিনি আরও বলেন, সামান্য কিছু দেশ তুরস্কের এ ড্রোন হাতে পেয়েছে। আমাদের দেশও সেসব সীমিত সংখ্যক দেশের একটি হতে যাচ্ছে।

তাশিয়েভ এসময় সাংবাদিকদের বলেন, বিশকেক রাশিয়ার কাছ থেকে ওরলান-১০ ড্রোনও কিনেছে।



 

Show all comments
  • Monir Monir ২৩ অক্টোবর, ২০২১, ৬:১০ পিএম says : 0
    তুরস্কের ড্রোন সকল মুসলিম দেশকে দেওয়া হোক।
    Total Reply(0) Reply
  • মোঃ নুরুল আমিন ২৩ অক্টোবর, ২০২১, ৬:৩০ পিএম says : 0
    বাংলাদেশকেও দেওয়ার দাবি জানাচ্ছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ