Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কটিয়াদী পৌর বিএনপির সভাপতি দাদন ও সাধারণ সম্পাদক সজল

কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ১০:০৩ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) পৌর শাখার ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে চরিয়াকোনা পুরাতন কাঠমহল সংলগ্ন মাঠে কটিয়াদী পৌর বিএনপির আহবায়ক গোলাম ফারুক চাষীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

উদ্বোধক ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম। বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. মো. আখতারুজ্জামান, কিশোরগঞ্জ জেলা বিএনপিসাধারণ সম্পাদক মাজহারুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আকিল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইছরাইল মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশরাফ, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাহার মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন ও রুহুল আমিন রুহুল।

ত্রি-বার্ষিক সম্মেলনে পৌর বিএনপির ৯ টি ওয়ার্ডের নেতাকর্মীদের সমন্বয়ে সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলকে ঘোষণা কর হয়। এ সময় উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোরগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ