Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কটিয়াদীতে ধর্ষণের পর হত্যা করা হয় টুনিকে : আসামীর স্বীকারোক্তি

কটিয়াদি (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ৯:২১ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে চাঞ্চল্যকর তৃতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার টুনি (৯) ধর্ষণ ও হত্যা মামলার আসামি নজরুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার (১৩ জুলাই) ভোরে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামের মো:ছমর উদ্দিনের ছেলে।

আজ মঙ্গলবার বিকালে আসামী নজরুল ইসলামের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছেন বিজ্ঞ আদালত। বিজ্ঞ বিচারক, সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সাদ্দাম হোসেন এর নিকট ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় আসামী নজরুল ইসলাম ভিকটিম সাদিয়া আক্তার টুনি (৯) কে অপহরণ, অপহরণ পরবর্তী ধর্ষণ পূর্বক হত্যা করেছে মর্মে নিজেকে জড়িয়ে জবানবন্দি প্রদান করেছে।

উল্লেখ্য, গত (২ জুলাই) শুক্রবার সকালে দক্ষিণ লোহাজুরী গ্রামের পাটক্ষেতে হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তৃতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার টুনি মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় শুক্রবার রাতেই টুনির বাবা চুন্নু মিয়া বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় ধর্ষণ ও হত্যার মামলা দায়ের করে। গত ১১ জুলাই মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়।

কিশোরগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মো: শাহাদাত হোসেন (পিপিএম) জানান, মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাখরুল হক খান বিশ্বস্ত সোসের সাহায্যে আসামি নজরুল ইসলাম অবস্থান নিশ্চিত করে। পরে আজ (১৩ জুলাই) ভোরে আশুলিয়া থানাধীন বাড়াইপাড়া এলাকা থেকে আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করে পিবিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোরগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ