Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামে রকেট সিস্টেম বসাচ্ছে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) থেকে আসা যেকোনও হুমকি মোকাবিলায় চীন সীমান্তে পিনাক এবং স্মার্চ মাল্টিপল রকেট লাঞ্চার সিস্টেম বসিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পিনাক অস্ত্র ব্যবস্থা একটি সার্বভৌম রকেট আর্টিলারি সিস্টেম। এটি সমুদ্র পৃষ্ঠের সমান উচ্চতায় ৩৮ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বেশি উচ্চতায় এর পাল্লাও বেড়ে যায়। প্রতি ৪৪ সেকেন্ডে এর একটি ব্যাটারি ৭২টি রকেট ছুড়তে সক্ষম। এর মাধ্যমে এক হাজার থেকে আটশ’ মিটার পর্যন্ত এলাকা নিরাপদ রাখা যায়। ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার উদ্ভাবিত পিনাক রকেট। পিনাক এবং স্মার্চ রকেট ব্যবস্থা নিয়ে ভারেতের লে. কর্নেল শরত বলেন, ‘দ্রুত প্রতিক্রিয়া দেখানোর সক্ষমতা এবং নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এসব অস্ত্র ব্যবস্থা গুরুত্বপূর্ণ এবং সময় সচেতন শত্রু অবস্থানে দ্রুততম সময়ে আঘাত হানতে সক্ষম।’ ভারতের প্রচলিত রকেট সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পাল্লার হলো স্মার্চ। এর সর্বোচ্চ পাল্লা ৯০ কিলোমিটার পর্যন্ত। এর একটি ব্যাটারি ৪০ সেকেন্ডে ৪৮টি রকেট ছুড়তে সক্ষম আর প্রায় ১২শ’ বর্গমিটার এলাকা সুরক্ষিত রাখতে সক্ষম। শিবের ধনুকের নাম থেকেই পিনাক রকেট ব্যবস্থার নামকরণ করা হয়েছে। পিনাক এবং স্মার্চ উভয় রকেট সিস্টেম থেকে বিস্ফোরক এবং গোলাবারুদ ছোড়া যায়। সূত্র : এনডিটিভি।



 

Show all comments
  • jack ali ২৩ অক্টোবর, ২০২১, ১২:৪৭ পিএম says : 0
    তোরা কেন যুদ্ধ করিস না??????????????? যুদ্ধ করে তোদের সবারই ধ্বংস হয়ে যাক তাহলে আমরা শান্তিতে বসবাস করতে পারব
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ