Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মুম্বাইয়ে ৬০ তলা আবাসিক ভবনে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ৩:০৯ পিএম

ভারতে মুম্বাইয়ের একটি বহুতল ভবনে দাউ দাউ করে আগুন জ্বলছে। ৬০ তলা ভবনের ১৭ তলায় আগুন লাগার পর তা মুহূর্তের মধ্যে ২৫ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টার দিকে কারি রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এএনআই ও টাইমস অব ইন্ডিয়ার।
স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২ টায় মুম্বাইয়ের লালবাগ এলাকার একটি ভবনের ১৭ তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে একজন ২০ তলার বারান্দা থেকে লাফ দিয়েছেন। আগুন নেভাতে এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের দল।
আশঙ্কা করা হয়েছে অনেকেই ওই ভবনে আটকে পড়েছেন। সেই সাথে অনেক ক্ষয়ক্ষতিরও আশঙ্কা করা হচ্ছে। আবাসিক ওই ভবনটিতে একাধিক পরিবারের বসবাস।
স্থানীয় মেয়র কিশোরী পেদনেকার এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এএনআইয়ের খবরে বলা হয়, আতঙ্কে ঝাঁপ দিতে দেখা গিয়েছে একজনকে। অনুমান ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানে তার মৃত্যু হয়।
আগুন লাগায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপ্রতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ