Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপার টুয়েলভ নিশ্চিত করে অভিনন্দনে ভাসছেন টাইগাররা

সোশাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ৫:১০ এএম

পাপুয়া নিউগিনিকে উড়িয়ে রেকর্ড জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনে ভাসছে টাইগাররা। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্য ও মাহমুদউল্লাহর ঝড়ো ব্যাটিং আর বোলারদের অবদানে আজকের জয় নিশ্চিত হয়। এসব কিছুরই প্রশংসা করেছেন ক্রিকেটপ্রেমীরা। সেইসাথে আজকের জয়ের মধ্য দিয়ে ২০ কোটি মানুষের আশাকে বাঁচিয়ে রাখার জন্য টাইগারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকে।

পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৮১ তুলে টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ সংগ্রহটা তুলে মাহমুদউল্লাহরা। বোলারদের নৈপুণ্যে ৮৪ রানের বিশাল জয়ে সুপার ১২ রাউন্ড নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। পাপুয়া নিউগিনি গুটিয়ে গেছে ৯৭ রানেই। এটি টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। গ্রুপ চ্যাম্পিয়ন হবে কিনা, সেটি নির্ভর করছে ওমান–স্কটল্যান্ড ম্যাচের ওপর।

ফেসবুকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে প্রিয়াঙ্কা রায় চৈতী লিখেছেন, ‘‘অভিনন্দন বাংলাদেশ সুপার ১২ তে প্রবেশের জন্য।সাকিব আল হাসান এই মানুষটার ক্ষমতা নিয়ে কারো সন্দেহ না করাই ভালো ভাই।৪ অভারে ৯ রান দিয়ে ৪ উইকেট...আবার ব্যাটিংয়ে রানও করছে ৩৭ বলে ৪৬ (স্ট্রাইক রেট- ১২৪.৩২)।এই মানুষটা সকল সমালোচনার জবাব তার কাজে দেয় ভাই...।এমনি এমনি তো আর বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার হয় নাই। আজকের ম্যান অফ দ্যা ম্যাচ উনিই হয়েছেন।অভিনন্দন মিঃ৭৫ এবং সাইলেন্ট কিলার।’’

শামিম হাসান রাজ লিখেছেন, ‘‘অভিনন্দন বাংলাদেশ। অভিনন্দন প্রিয় সাকিব ভাই অভিন্দন লিটন দা অনেক দিন পর ছন্দে ফিরেছেন।এখন থেকে জিম্বাবুয়ের পাশাপাশি আমি বলবো আপনি যদি একেবারেই ছন্দহিন হয়ে যান আর হতাশা নয় আর ব্যর্থতা নয় আপনার জন্য এখন পাপুয়ানিউগিনি ও আছে। ধন্যবাদ।’’

সাকিব বন্দনা করে মোহাম্মাদ রাজু আহমেদ আনসারি লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ সুপার টুয়েলভ এ চলে গেছি। অভিনন্দন টিম টাইগার্স। একদল চুল্কানি বাঙালী আছে যাদের কাজ সবসময় সমালোচনা করা,,,যদি আজকে বাংলাদেশ হারতো তাহলে বাংলাদেশ খেলা পারে না ছোট দলের সাথে হেরে যায় কিন্তু এখন বাংলাদেশ জিতছে তারাই বলবে পাপুয়ানিউগিনি কোনো দল হলো ইত্যাদি,, মানে এদের কাজ সবসময় সমালোচনা করা,আপনি ভালো করলেও করবে খারাপ করলে করবে ।যারা সাকিবকে নিয়ে ট্রল করে সাকিব একটু খারাপ খেললে,, সাকিব যেদিন অবসর নিবে সেদিন সাকিবের অবদান টা বুঝতে পারবা,, বাংলার লেজেন্ড এর সাথে কখনোই কোন খেলোয়াড় এর সাথে তুলনা হবে না বিশ্ব সেরা অলরাউন্ডার,,বাংলাদেশের যত অর্জন সব সাকিব ভাইয়ের হাত ধরে প্রতিটি বিপদের দ্বারপ্রান্ত থেকে বাংলাদেশ এর রক্ষাকর্তা সাকিব।’’

আঞ্জুম সাঞ্জানা লিখেছেন, ‘‘জয়টা যতটা সহজ ভেবেছিলাম; তার চেয়ে আরো বেশি সহজ করে উপহার দিল লাল-সবুজের প্রিয় যোদ্ধারা!অভিনন্দন বাংলাদেশ। মূল লড়াইয়ের জন্য তৈরি হও, শুভ কামনা বাংলাদেশ।’’

নাজমা নাজ লিখেছেন, ‘‘অভিনন্দন বাংলাদেশ টিমকে। ২০ কোটি মানুষের আশাকে বাঁচিয়ে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ বাংলাদেশ

৬ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ