মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের কাশ্মীরে বুধবার দুটি পৃথক গোলাগুলির ঘটনায় চারজনসহ দেশটির এক সেনা সদস্য নিহত হয়েছেন। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, শোপিয়ানের দ্রাগাদ এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির তথ্য পেয়ে জায়গাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তার পর তল্লাশি অভিযান শুরুর একপর্যায়ে বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালালে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও গুলি চালায়। এতে সেনাবাহিনীর একজন এবং বিচ্ছিন্নতাবাদীদের ২ জন নিহত হন। একই দিন কাশ্মীরের আরেকটি স্থানে সেনা অভিযানে আরও দুজন বিচ্ছিন্নতাবাদী নিহত হন বলে জানায় পুলিশ। উল্লেখ্য, কাশ্মীরের পুঞ্চের একটি বন এলাকা থেকে বিচ্ছিন্নতাবাদীদের নির্ম‚ল করার জন্য গত দুই সপ্তাহে ব্যাপক অভিযানে ১০ ভারতীয় সেনাসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিভিন্ন প্রদেশ থেকে আসা হিন্দু ও শিখ পরিযায়ী শ্রমিকও রয়েছেন। অপর এক খবরে বলা হয়, সা¤প্রতিক সপ্তাহগুলোতে ভারত-শাসিত কাশ্মীরে সহিংসতার ঘটনা বেড়ে গেছে। তার মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর সন্দেহভাজন সন্ত্রাসী হামলার ঘটনাও রয়েছে। এ বছরের অক্টোবর মাসের শুরু থেকে ব্যাপকভাবে সামরিক বাহিনী অবস্থান করা অঞ্চলে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। জম্মু-কাশ্মীরে টার্গেট করে হত্যা করা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়ার ঘটনায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে কমপক্ষে আড়াই হাজার অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে বুধবার উচ্চ পর্যায়ের বৈঠকের সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তা ছাড়া গোয়েন্দারা পরামর্শ দিয়েছেন, জম্মু-কাশ্মীরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তার পরই নতুন সিদ্ধান্ত এলো। সরকারি কর্মকর্তারা বলছেন, হত্যাকারীদের খুঁজে বের করার জন্য অতিরিক্ত প্রচেষ্টা চালানো দরকার নিরাপত্তা বাহিনীর সদস্যদের। কারণ তাদের অধিকাংশেরই ফৌজদারি রেকর্ড নেই। সূত্র বলছে, সন্ত্রাসীগোষ্ঠীগুলো একক কোনো হামলা চালানোর জন্য অনেক টাকা খরচ করে। অনেকগুলো হামলা চালানোর জন্য তারা একই ব্যক্তিকে ভাড়া করে না। এই সন্ত্রাসীরা মানুষকে গুলি করার জন্য পিস্তলের মতো সহজে লুকিয়ে রাখা ছোট অস্ত্র ব্যবহার করছে। রয়টার্স, স্পুটনিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।