মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত ও নেপালে গেল কয়েক দিনের বন্যায় ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আরও অর্ধশতাধিকের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে দেশ দুটির সরকারি কর্মকর্তা জানিয়েছেন। খবর আল-জাজিরা। বন্যায় রাস্তাঘাট, ঘরবাড়ি ভেসে যাওয়া ও ভয়াবহ ভ‚মিধসের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। ভারতের উত্তরাখন্ড প্রদেশের এক কর্মকর্তা বুধবার (২০ অক্টোবর) জানান, গত কয়েকদিনের বন্যায় ৪৬ জন মারা গেছেন এবং ১১ জন নিখোঁজ রয়েছেন। দক্ষিণ ভারতের কেরালা প্রদেশের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, সেখানে মৃতের সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে। উত্তরাখন্ড প্রদেশের নৈনিতাল অঞ্চলে গত মঙ্গলবার ভোরে ৭টি পৃথক ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হন। ভারী বৃষ্টির কারণে ভ‚মিধসে একাধিক স্থাপনা ধসে পড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তা প্রদীপ জৈন বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহতদের মধ্যে পাঁচজন এক পরিবারের সদস্য। বিশাল ভ‚মিধসে চাপা পড়ে তাদের বাড়ি। এতে করে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। উত্তরাঞ্চলের আলমোরা জেলায় আরেকটি ভ‚মিধসের ঘটনায় পাঁচজন নিহত হন। এদিকে হিমালয় রাজ্যের দুটি জেলার প্রত্যন্ত এলাকায় গেল সোমবার কমপক্ষে ছয়জন নিহত হন। অপরদিকে ভারতের ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও সকল ধর্মীয় স্থান ও পর্যটন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। রামগড়ের কোসি নদীর পানি বৃদ্ধি পেয়ে বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে একটি রিসোর্টের মধ্যে ১০০ জনেরও বেশি পর্যটক আটকা পড়েছে। অপরদিকে নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, টানা তিন দিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভ‚মিধসের ঘটনায় গতকাল বুধবার নিহতের সংখ্যা ৭৭ জনে দাঁড়িয়েছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার তামাং বলেন, ভারতের সীমান্তবর্তী পূর্ব নেপালের পাঁচথর জেলায় ২৪ জন, প্রতিবেশী ইলামে ১৩ জন এবং পশ্চিম নেপালের দতিতে ১২ জন নিহত হন। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।