বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় পৌরশহরের বড় ব্রীজের ওপর ট্রাক্টরের চাপায় মঞ্জুরুল আলম (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত মঞ্জুরুল আলম পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাটিকাঘাট গ্রামের মৃত নজির সকারের ছেলে।
পুলিশ ও স্থানিয়রা জানান,গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় ফুলবাড়ী পৌর শহরের বড় ব্রীজের ওপর দিনাজপুরগামী একটি মোটরসাইকেলকে পিছন থেকে একটি অটো চার্জার ধাক্কা দিলে তিনি পড়ে যান। এসময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক্টর মঞ্জুরুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে, পথিমধ্যে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফ ইসলাম নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।