Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে কারণে নামমাত্র পারিশ্রমিকে জাজের সিনেমায় সিয়াম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ১২:২০ পিএম

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। তিন বছর পর আবারও জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ ঘোষণা দিয়েছে, জাজের প্রযোজনায় ‘রাস্তা’ নামে নতুন ছবিতে কাজ করবেন সিয়াম। আর এই সিনেমায় পারিশ্রমিক হিসেবে নায়ক নিচ্ছেন মাত্র এক হাজার এক টাকা।

এক বিজ্ঞপ্তিতে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, ‘জাজের ব্যবসা সফল দুই সিনেমা পোড়ামন-২ ও দহন টিম। মানে জাজ , রায়হান রাফি ও সিয়াম আবার এক সাথে। অবশ্য ওই দুইটা সিনেমাতে পূজা ছিল, কিন্তু জাজের এই নতুন সিনেমাতে পূজা নেই, আসছে নতুন মুখ।’ বিজ্ঞপ্তিতে তারা আরও উল্লেখ করে, ‘জাজ এই করোনা কালীন সময়ে বেশ কিছু দুর্দান্ত প্রজেক্ট তৈরি করে রেখেছে। তার একটা হলো ‘রাস্তা’। শুটিং জানুয়ারির এক তারিখ থেকে শুরু।’

জাজ আরো জানায়, ‘আরেকটা কথা না বললে এখানে অন্যায় হবে। জাজের চেয়ারম্যান স্যার উনার পারসোনাল প্রোফাইলে বলেছিলেন, সিনেমার লোক কখনো আপন বা বন্ধু হয় না। কথাটা ভুল। তার প্রমাণ সিয়াম। সিয়াম প্রতি সিনেমাতে সন্মানি নেয় ১৫-২০ লক্ষ টাকা। কিন্তু জাজের ছেলে সিয়াম ‘রাস্তা’ সিনেমা বাবদ নিয়েছে এক হাজার এক টাকা মাত্র।’

এদিকে সিয়াম জানিয়েছেন, নায়ক হিসেবে সুযোগ করে দেওয়া প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রতি ‘সম্মান জানিয়েই’ তিনি এ টাকাটা নিচ্ছেন।

এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘প্রথমে ‘রাস্তা’ সিনেমাটির জন্য আমি কোনো পারিশ্রমিক নিতে চাইনি। পারিশ্রমিক না নিলে চুক্তি বাস্তবায়ন হয় না তাই নামে মাত্র পারিশ্রমিক নিয়ে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। কারণ, আমার ক্যারিয়ারের প্রথম দিকে ‘পোড়ামন-২’, ‘দহন’ সিনেমার জন্য মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। এখনো আমাকে অনেকেই সুজন আবার কেই তুলা বলে ডাকে। সেই ভালোবাসাটা আসলে টাকা দিয়ে পরিমাপ করা যায় না। আমাদের যে টিম ছিলো সেই টিমের উপর মানুষের যে বিশ্বাস ছিলো সেটা নষ্ট করতে চাই না। এটার জন্য আমি এতোদিন অপেক্ষায় ছিলাম। ফাইনালি সেটা পেয়েছি।’

‘রাস্তা’ ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফি। এ ছবিতে সিয়ামের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। কিছুদিনের মধ্যেই জানানো হবে বললেন রাফি। তবে জাজ জানিয়েছেন, সিয়ামের বিপরীতে সম্পূর্ণ নতুন এক মুখ থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিয়াম

২৯ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ