গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ বুধবার। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস। দিবসটি পালনে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সকালে রাজধানীতে র্যালি আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারি। রাজধানীর ফাঁকা সড়কে শোভাযাত্রায় হাজির হন হাজার হাজার মানুষ।
শোভাযাত্রার সামনেই ১১ নবীপ্রেমীর হাতে ছিল ‘ইয়া নবী সালামু আলাইকুম’। কালেমা খচিত পতাকা ছাড়াও ছিল বাংলাদেশের বিশাল জাতীয় পতাকা।
মিছিলে অংশ নেওয়া মানুষের মুখে ছিল মহানবী (সা.)-এর প্রতি প্রশস্তি। তাদের পরনে ছিল পাঞ্জাবি-পায়জামা। এ সময় পথ চলতি মানুষের মনোযোগ আকর্ষণ করেন তারা। রাজধানীর পাশাপাশি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা শহরে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।