Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাংলাদেশকে স্কটল্যান্ডের ‘হুমকি’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব শুরু হচ্ছে আজ থেকে। এই পর্বে ‘বি’ গ্রæপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওমানের রাজধানী মাসকটে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। তবে এ ম্যাচের আগে বাংলাদেশকে হুমকি দিয়ে রাখলো স্কটল্যান্ড। ‘বি’ গ্রæপে নিঃসন্দেহে বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী দল। তবে তাতে ভড়কে যাচ্ছেন না স্কটল্যান্ডের দক্ষিণ আফ্রিকান কোচ শেন বার্গার। তিনি বরং আত্মবিশ্বাস নিয়েই গ্রæপের তিন প্রতিপক্ষ বাংলাদেশ, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওমানকে মোকাবেলায় প্রস্তুত আছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচে ইতোমধ্যে নেদারল্যান্ডস ও নামিবিয়াকে হারিয়েছে স্কটিশরা। আসরের প্রথম পর্ব শুরুর আগে এ দুই জয় আত্মবিশ্বাসী করে তুলেছে দলটির কোচ শেন বার্গারকে। অভিজ্ঞতাসম্পন্ন ব্যাটিং লাইনআপ এবং বোলিং বিভাগের গভীরতা থাকায় বাংলাদেশকেও রীতিমতো হুমকি দিয়ে রাখলেন তিনি।

টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে গতকাল বার্গার বলেন, ‘পাপুয়া নিউগিনি কিংবা ওমানের চেয়ে বাংলাদেশকে আমরা বড় করে দেখছি না। আমরা জানি, বিশ্বকাপে প্রতিটা দলই আমাদের হারাতে চাইবে। তবে আমাদের বিপক্ষেই বাকিদের সবচেয়ে বড় ম্যাচটা খেলতে হবে। আমরা প্রস্তুত এবং তৈরি আছি।’
খেলাটা ২০ ওভারের বলে ম্যাচে যেকোনো কিছুই হতে পারে। নির্দিষ্ট দিনে নিজেদের সেরাটা দিতে পারলে প্রথম পর্বে গ্রæপের তিন প্রতিপক্ষকেই হারানোর সামর্থ্য স্কটিশদের আছে বলে মনে করেন বার্গার, ‘সহজ কথা হলো, আমরা জানি নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে যেকোনো দলকেই ধরে ফেলতে পারবো। এটা সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা বলে, সব দলের মধ্যে ব্যবধানটাও কমে এসেছে।’
নিজ দলের শক্তির কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমরা জানি, আমাদের ভাÐারে কী আছে। মাঠে আমরা নিজেদের সেরাটা দিতে পারলে সব দলকেই হারাতে পারি। হোক না সেটা বাংলাদেশ, ওমান কিংবা পাপুয়া নিউগিনি। তবে এর জন্য আমাদের বর্তমানে বিশ্বাস রাখতে হবে এবং নিজেদের সেরা পারফরম্যান্স করে দেখাতে হবে।’

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ড মাত্র ১২২ রান করেও নেদারল্যান্ডসের বিপক্ষে ৩২ রানের জয় পায়। তবে পরের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে রানে ফেরেন স্কটিশ ব্যাটাররা। নামিবিয়ার বিপক্ষে তারা ২০৩ রান তুলে ম্যাচ জিতে নেন ১৯ রানে। কোচ শেন বার্গার মনে করেন, দুই প্রস্তুতি ম্যাচের জয় স্কটিশদের ব্যাটারদের দিয়েছে বাড়তি মোমেন্টাম। তিনি বলেন, ‘বাংলাদেশের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে খেলতে নামার আগে নেদারল্যান্ডস ও নামিবিয়া ম্যাচ আমাদের দারুণ মোমেন্টাম এনে দিয়েছে। যা আমাদেরকে চাপ অনুভব করতে এবং কঠিন মুহূর্ত জয় করার শক্তি দিচ্ছে।’

 

 



 

Show all comments
  • Shaikh Mohammad Hossain ১৭ অক্টোবর, ২০২১, ১০:২৩ এএম says : 0
    If we are not consistent in our performance, even teams like Oman, Nepal would threat us.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ বাংলাদেশ

৬ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ