Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪২৫ নমুনা থাকলেও করোনায় আজ দেড় বছর পর কোনো শনাক্ত নেই কুমিল্লায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২১, ৮:৫৮ পিএম

কুমিল্লায় আজ শনিবার ৪২৫টি নমুনার ফল আসে। এদিন কেউ করোনায় শনাক্ত হননি। করোনায় আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় কেউ মারা যাননি। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন।

তিনি জানান, প্রায় দেড় বছর পর কুমিল্লায় আক্রান্তের হার শূন্যতে নেমে এসেছে। আক্রান্তের হার শূন্য হলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঝুঁকি মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

সূত্র জানায়, কুমিল্লায় এ পর্যন্ত এক লাখ ৮১ হাজার ৫৮১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিপরীতে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার নয়জন। শনিবার সুস্থ হয়েছেন ২৩ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১৬৪জন। মোট মারা যান ৯৪৯জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমিল্লা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ