Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাড়া করার দাবি রাশিয়ার যুক্তরাষ্ট্র বলছে ‘মিথ্যা কথা’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

চীন-রাশিয়া নৌমহড়া চলার সময় রুশ পানিসীমা লংঘনের চেষ্টা করা যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে ওই এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে মস্কো। শুক্রবার জাপান সাগরে এ ঘটনা ঘটেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওয়াশিংটন অবশ্য মস্কোর এই ভাষ্যকে প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, তাদের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার চেফি জাপান সাগরের আন্তর্জাতিক সীমায় ছিল, এসময় রাশিয়ার একটি ডেস্ট্রয়ার ৬০ মিটারের মধ্যে চলে আসে। “রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুটি নৌযানের মধ্যে যা যা হয়েছে বলে জানিয়েছে তা মিথ্যা। সব সময় ইউএসএস চেফি আন্তর্জাতিক আইন ও রীতি অনুযায়ী তার কার্যক্রম পরিচালনা করে আসছে,” বিবৃতিতে বলেছে মার্কিন সামরিক বাহিনী। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তাদের নৌযান অ্যাডমিরাল ট্রিবুটস যুক্তরাষ্ট্রের নৌযান চেফিকে বেতারে সতর্কবার্তা পাঠানোর পরও তারা যাত্রাপথ না বদলে উল্টো পতাকা তুলে দিয়ে হেলিকপ্টার উড্ডয়নের প্রস্তুতির সংকেত দেয়; যার অর্থ ছিল, মার্কিন ডেস্ট্রয়ারটি যাত্রাপথ বা এর গতি কোনোটিই বদলাবে না। “এর প্রতিক্রিয়ায় অ্যাডমিরাল ট্রিবুটস আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে এমন যাত্রাপথ নির্ধারণ করে যেন অবৈধ অনুপ্রবেশকারীকে রাশিয়ার জলসীমা থেকে তাড়িয়ে দেওয়া যায়,” বলা হয় বিবৃতিতে। দুটি নৌযানের মধ্যে দূরত্ব ৬০ মিটারের চেয়েও কমে এলে চেফি তার যাত্রাপথ পরিবর্তন করে; প্রায় ৫০ মিনিটব্যাপী চলা এই ঘটনাটি ঘটেছে জাপান সাগরের পশ্চিমে পিটার দ্য গ্রেট বে-তে, বলেছে রাশিয়া। মার্কিন ডেস্ট্রয়ারের ক্রুদের ‘অপেশাদার আচরণে’ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে পরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন সামরিক অ্যাটাশেকে ডেকে পাঠায় বলে জানিয়েছে বার্তা সংস্থা আরআইএ। শুক্রবার অন্য এক বিবৃতিতে রাশিয়া জানিয়েছে, জাপান সাগরে চীনের সঙ্গে চলা তাদের যৌথ নৌমহড়ায় একসঙ্গে অভিযান এবং ভাসমান মাইনকে গোলা দিয়ে ধ্বংসের অনুশীলন চালানো হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ