Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখতেন প্রেমিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২১, ১১:০০ পিএম

সন্ধ্যায় একটি নির্দিষ্ট সময়ে দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকত না। এতে গ্রামটি পুরোপুরি অন্ধকারে ডুবে যেত। ঘন ঘন বিদ্যুৎ যাওয়া নিয়ে সন্দেহ হলে গ্রামবাসীর দাবির মুখে এ নিয়ে তদন্ত শুরু হয়। ওই তদন্তে বেরিয়ে আসে, প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্যই বিদ্যুৎ বন্ধ রাখতেন এক ইলেকট্রিশিয়ান। এই সুযোগেই গ্রামটিতে প্রেমিকার সঙ্গে দেখা করতে যেতেন তিনি। এ ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের গণেশপুর গ্রামে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এ ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামবাসী ওই ইলেক্ট্রিশিয়ানকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতে। একদিন বিদ্যুৎ যাওয়ার পর গণেশপুর গ্রামের একটি সরকারি স্কুলে প্রেমিক-প্রেমিকাকে দেখতে পায় গ্রামবাসী। পরে ওই ইলেকট্রিশিয়ানকে মারধর করে তার প্রেমিকার সঙ্গে বিয়ে পড়িয়ে দেওয়া হয়।

এ নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমকে গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) গণেশপুর গ্রামের বাসিন্দা মারার রাম মুরমু বলেন, গ্রাম পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে ওই ইলেকট্রিশিয়ানের সঙ্গে তার প্রেমিকার বিয়ে হয়।

স্থানীয় থানার ওসি ভিকাশ কুমার আজাদ বলেন, আমরা ঘটনা সম্পর্কে জেনেছি। তবে এ নিয়ে কেউ অভিযোগ দায়ের করেনি।'



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ১৫ অক্টোবর, ২০২১, ১১:৩৭ পিএম says : 1
    অভি যোগ করে কি হবে কাজ হয়ে গেছে,সে তার আসল সম্পদ পেয়ে গেছে,বন্ধ আর হবে না,এখন পুরা রাত্রি লাইট জলবে ,সবাই এখন ওদের দুই জনের জন্য দোয়া করবেন,তাদের যেন ঐ রকম একটি ছেলে হয় ঠিক বাবার মতো,আবার যেন পুরো থানার অথবা উপজেলার লাইট বন্ধ করে রেখে ভালো বাসা করতে পারে।
    Total Reply(0) Reply
  • Ansarul islam ১৮ অক্টোবর, ২০২১, ৬:৪৯ এএম says : 0
    you right Mr. Dolilur Rahman
    Total Reply(0) Reply
  • তৌহিদুল ইসলাম ১৮ অক্টোবর, ২০২১, ২:২৪ পিএম says : 0
    এরই নাম প্রেম এরই নাম ভালোবাসা ...... জলে পুড়ে কয়লা হয়েও যদি পাওয়া যায় তাকে .... প্রেম মানেই কিছু পাগলামি থাকবেই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ