গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
কুমিল্লার ‘পবিত্র কোরআন অবমাননা’র ঘটনাকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও আশপাশের এলাকা। পুলিশ-র্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যদের।
কঠোর নিরাপত্তার মধ্যেও বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। জুমার নামাজের পর পল্টন মোড় থেকে মিছিল করেন কয়েক শতাধিক মুসল্লি। মিছিলটি কাকরাইলের নাইটেঙ্গেল মোড়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এসময় পুলিশ জলকামান দিয়ে মুসল্লিদের ছাত্রভঙ্গ করে দেয়। পরে তারা আশপাশের গলিতে অবস্থান নেন।
এর আগে আজ বেলা ১১টা থেকে পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম উত্তর গেটে প্রবেশের মুখে বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
দক্ষিণ গেটে টহলে ও নিরাপত্তায় সতর্ক অবস্থায় দেখা গেছে র্যাব সদস্যদের। আর বাইতুল মোকাররমে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশ। তবে মসজিদে প্রবেশে কাউকে কোনো তল্লাশি করা হয়নি। প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের কড়াকড়িও আরোপ করা হয়নি। বায়তুল মোকাররমের পশ্চিম পাশে রাস্তায়, নাইটিংগেল, দৈনিক বাংলার মোড় ও পল্টন মোড়ে শুক্রবার বেলা বাড়ার সঙ্গে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।