Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের স্থান বাংলাদেশ, পাকিস্তান ও নেপালেরও তলায়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২১, ১০:৩৯ এএম

বিশ্বের হাঙ্গার ইনডেক্স-এ ভারত একশো একতম স্থান পেয়ে পিছিয়ে গেল বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালের থেকেও।

আয়ারল্যান্ডের কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং জার্মানির ওয়েট হাঙ্গার হিফে এই সমীক্ষা চালিয়েছিল।

প্রথম পাঁচটি স্থানের মধ্যে আছে চীন, ব্রাজিল এবং কুয়েত। দুহাজার কুড়ি সালে একশো সাতটি দেশের মধ্যে ভারত চুরানব্বইতম স্থান পেয়েছিল। কীভাবে পরিমাপ করা হয় এই ক্ষুধার ইনডেক্স? সমীক্ষকরা জানাচ্ছেন, দেশের অপুষ্টির হার, পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের দৈর্ঘ্য, শিশু মৃত্যুর হার প্রভৃতি বিষয় বিবেচ্য হয়।

সমীক্ষাটি জানাচ্ছে, কোভিড চলাকালীন বাংলাদেশ, পাকিস্তান কিংবা নেপাল যেভাবে দেশের ক্ষুধার মোকাবিলা করেছে ভারত তা পারেনি বলেই তালিকায় তাদের নিচে নেমে আসা। কোভিডকালে ভারতে অপুষ্টির হার এত বেড়ে গিয়েছে যে তারা গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-এ পিছিয়ে পড়েছে। শিশুদের ক্ষেত্রে অপুষ্টি থাকায় তাদের স্বাভাবিক বাড়েও প্রতিবন্ধকতা এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ