মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘের এক বিশেষজ্ঞ সতর্ক করে দিয়ে বলেছেন উত্তর কোরিয়ার দুর্বল শিশু এবং বয়স্ক মানুষেরা অনাহারের ঝুঁকিতে রয়েছেন। দেশটিতে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত এই ঝুঁকির জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেন। আর করোনা সংক্রান্ত অবরোধ খাদ্য সংকটকে আরও তীব্র করে তুলেছে বলে মনে করেন তিনি। জাতিসংঘ দূত টমাস ওজেয়া কুইনটানা বলেছেন, এসব কারণে উত্তর কোরিয়ার নাগরিকেরা প্রতিদিনই মর্যাদার সঙ্গে জীবনযাপনে হিমশিম খাচ্ছে। সংকট এড়াতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের তাগিদ দেন তিনি। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির জন্য এই নিষেধাজ্ঞা আরোপ রয়েছে। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ায় মারাত্মক অর্থনৈতিক সংকট চলছে। করোনা সংক্রমণের আশঙ্কায় নিজেদের সীমান্ত বন্ধ করে রেখেছে তারা। ফলে বন্ধ হয়ে গেছে চীনের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ। অথচ খাদ্য, সার আর জ্বালানির জন্য চীনের ওপর নির্ভর করে উত্তর কোরিয়া। এই সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন স্বীকার করেন তার দেশ মারাত্মক পরিস্থিতিতে রয়েছে। খাদ্যপণ্যের দাম বৃদ্ধির খবরও রয়েছে। গত জুনে এনকে নিউজ জানায় দেশটিতে এক কেজি কলা বিক্রি হচ্ছে ৪৫ মার্কিন ডলারে। সর্বশেষ প্রতিবেদনে জাতিসংঘ দূত টমাস ওজেয়া কুইনটানা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে উত্তর কোরিয়ার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। এতে করে দেশটিতে মানবিক এবং জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছানো সম্ভব হবে বলে জানান তিনি। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেন, আমরা একটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছি। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে কথা বলতে ইচ্ছুক, কিন্তু নিষেধাজ্ঞা শিথিল হওয়ার আগে পিয়ংইয়ংকে পরমাণু অস্ত্র ছেড়ে দেওয়ার দাবি করে যুক্তরাষ্ট্র। কিন্তু অর্থনৈতিক সংকট সত্তে¡ও, উত্তর কোরিয়া তার অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার নির্মাণ অব্যাহত রেখেছে। রয়টার্স, সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।