Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্ষেপণাস্ত্র প্রদর্শন করবে উ.কোরিয়া

টাইফুনে হতাহতের জন্যে দায়ীদের ভয়ঙ্কর শাস্তি : কিম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র জনগণের জন্য প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সাময়িকী দ্য ন্যাশনাল ইন্টারেস্ট এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ অক্টোবর শক্ত জ্বালানির আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি সম্ভবত জনগণের প্রদর্শনের জন্য সামরিক মহড়ায় হাজির করা হবে। হোয়াইট হাউজের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘তাদের ইতিহাসের ওপর ভিত্তি করে এই চিত্রটিই সম্ভবত হতে পারে-আমরা এর প্রত্যাশা করছি। তবে আমরা অবশ্যই আশা করি এটা যেন ভুল প্রমাণিত হয়।’ উত্তর কোরিয়া বর্তমানে তরল জ্বালানিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য অনেক বেশি সময় প্রয়োজন হয় এবং উৎক্ষেপণের জন্য তাৎক্ষনিকভাবে প্রস্তুত অবস্থায় রাখা যায় না। বিপরীত দিক থেকে শক্ত জ্বালানির ক্ষেপণাস্ত্রগুলো অনেক দ্রুত উৎক্ষেপণ করা যায়। অপরদিকে, টাইফুনে হতাহতদের রক্ষায় ব্যর্থতার জন্যে স্থানীয় কর্মকর্তাদের ভয়ংকর শাস্তি দেয়ার অঙ্গীকার করেছে উত্তর কোরিয়া। শনিবার দেশটির ক্ষমতাসীন দলের পত্রিকা রডং শিনমুনের খবরে বলা হয়েছে, বেশ কিছু হতাহতের কারণে নেতৃবৃন্দ দায়িত্বহীনতার জন্যে নগর ও প্রাদেশিক কর্মকর্তাদের শাস্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি সপ্তাহের শুরুতে টাইফুন মেসাকের কারণে উত্তর কোরিয়া জুড়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে। ভিডিও ফুটেজে কাঙউন প্রদেশের উনসন শহরের রাস্তাঘাট তলিয়ে যেতে দেখা গেছে। এতে হতাহত হয়েছে বেশ কিছু লোক। তবে ঠিক কতোজন আহত, নিখোঁজ কিংবা মারা গেছে তা সুনির্দিষ্টভাবে খবরে উল্লেখ করা হয়নি। তবে পত্রিকার খবরে আরো বলা হয়, কিম জং উনের নেতৃত্বাধীন ওয়ার্কাস পার্টি অব কোরিয়ার নির্দেশনা সত্তে¡ও কর্মকর্তারা ঝুঁকিতে থাকা সম্পদসম‚হ সার্বিকভাবে চিহ্নিত এবং বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে। এ কারণে দায়ীদের দলীয়, প্রশাসনিক ও আইনীভাবে মারাত্মক শাস্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্য ন্যাশনাল ইন্টারেস্ট, রডং শিনমুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উ.কোরিয়া

১৫ জানুয়ারি, ২০২২
২৯ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ