মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়া নতুন ধরনের দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোয় কঠোর সমালোচনা করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। পিয়ংইয়ং-কে ওই অঞ্চলের হুমকি উল্লেখ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি। এক বিবৃতিতে ওই অঞ্চলের তাদের মিত্রদের সুরক্ষা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে পেন্টাগন। পেন্টাগনের ইন্দো প্যাসিফিক কমান্ডের জারি করা বিবৃতিতে বলা হয়, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এ বিষয়ে আমাদের মিত্র ও অংশীদারদের সাথে আলোচনা হচ্ছে’। এদিকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোয় উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিবেশী দেশ জাপান। গত শনিবার ও রবিবার পরীক্ষা চালানো সময় ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো দেড় হাজার কিলোমিটার পাড়ি নিয়ে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করতে সক্ষম হয়। পরে এগুলো নিজেদের জলসীমায় পড়ে বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানায়। উত্তর কোরিয়া দীর্ঘদিন থেকেই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে শত্রুতামূল নীতি বজায় রেখেছে। ২০১৯ সালের পর থেকে স্থগিত রয়েছে পিয়ংইয়ং ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক আলোচনা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।