Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা

উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নিরাপত্তা পরিষদের উদ্বেগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৪ এএম

এবার ট্রেন থেকে নিক্ষেপ করা যায় এমন একটি মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। বুধবার এ পরীক্ষা চালানো হয় বলে বৃহস্পতিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। কিমের দেশটি ট্রেনের মাধ্যমে স্থানান্তরে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সামনে আনলো। জানা গেছে, দেশের জন্য হুমকি এবং শত্রুপক্ষের যেকোনো হামলার জবাব দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এর আগে, উত্তর কোরিয়ার জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর দক্ষিণ কোরিয়াও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বুধবার সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় দেশটি। পরীক্ষা চালানো সময় হাজির ছিলেন দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে। এর মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়াই প্রথম দেশ যেটি পারমাণবিক অস্ত্রধর না হয়েও এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। কিমের দেশ এর কয়েক ঘণ্টা আগে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। অপরদিকে, উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার এক রুদ্বদ্বার জরুরি বৈঠকে বসে। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্ররা একে বড় ধরনের হুমকি হিসেবে বর্ণনা করেছে। জাতিসংঘে ফরাসি রাষ্ট্রদূত ডি রিভিয়েরে এ খবর জানিয়ে বলেছেন, এ বিষয়ে সকলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আমরা সকলে উত্তর কোরিয়ার এ পরীক্ষার নিন্দা জানিয়েছি। এটি শান্তি ও নিরাপত্তার জন্যে বড় ধরনের হুমকি এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লংঘন। রিভিয়েরে আরও বলেন, আমাদের অবশ্যই রাজনৈতিক আলোচনা প্রয়োজন। দরকার এর রাজনৈতিক সমাধান। তবে এর পূর্বশর্ত হিসেবে উত্তর কোরিয়াকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে সম্মত হতে হবে। তিনি বলেন, এটি অস্ত্র বিস্তার রোধ মেনে চলা অঞ্চলের জন্যে হুমকি। এ পরীক্ষা উত্তর কোরিয়ার প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়া, জাপান এবং এমনকি বিশ্বের জন্যেও হুমকি। তিনি নিরাপত্তা পরিষদের প্রস্তাবে সম্মত হয়ে আলোচনা পুনরায় শুরুর জন্যে উত্তর কোরিয়ার প্রতি আহŸান জানান। লন্ডন থেকে এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্র দফতর উত্তর কোরিয়ার পরীক্ষার নিন্দা জানিয়েছে এবং একে নিরাপত্তা পরিষদের স্পষ্ট লংঘন বলে উল্লেখ করেছে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উ.কোরিয়া

১৫ জানুয়ারি, ২০২২
২৯ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ