Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাফের স্বপ্নভঙ্গে হতাশ নেটিজেনরা, বিতর্কিত পেনাল্টি নিয়ে ক্ষোভ

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ১১:৫৫ পিএম

দীর্ঘ ১৬ বছর পর সাফের ফাইনালে যাওয়ার সুযোগ এসেছিলো লাল সবুজ জার্সিধারীদের সামনে। কিন্তু ৮৭ মিনিটে উজবেক রেফারির পেনাল্টির এক বাঁশিই বাংলাদেশের সেই স্বপ্ন ভেঙে দিল। দীর্ঘদিন পর সাফের স্বপ্নভঙ্গে হতাশ নেটিজেনরা। অন্যদিকে রেফারির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের ফুটবল ভক্তরা।

বুধবার হিমালয় কন্যাদের বিপক্ষে ৮৬ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। আজ নেপালের বিপক্ষে ম্যাচটি জিতলেই অপেক্ষার পালা শেষ বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। কিন্তু তা হয়নি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ৮৭ মিনিটে উজবেক রেফারির পেনাল্টির এক বাঁশিই স্বপ্ন ভেঙে দেয়। এর মাধ্যমে বাংলাদেশের ১৬ বছর পর সাফ ফাইনাল খেলার স্বপ্নও শেষ হয়ে যায়। রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে মালে স্টেডিয়াম বাংলাদেশের ট্র্যাজেডিতে পরিণত হয়।

রেফারির সমালোচনা করে ফেসবুকে নজরুল ইসলাম লিখেছেন, ‘‘পেনাল্টি বক্সে রেফারি যেই ফাউলের জন্য নেপালকে পেনাল্টি করার সুযোগ করে দিল তা ছিল পক্ষপাতদুষ্ট। কোনটা ফাউল আর কোনটা ফাউল না তা সবাই বুঝে। রেফারির এই পক্ষপাতিত্ব এর জন্য আজ আমরা হেরে ফাইনালে উঠা থেকে বঞ্চিত হলাম। ইনশাআল্লাহ আগামীতে আমরা সফল হবো।’’

লোচন বাবু লিখেছেন, ‘‘গোলটা পুরোই আনফেয়ার ছিলো।এমনিতেই তো দক্ষিণ এশিয়ার খেলা দেখার ইচ্ছা হয়না।কারণ এখানে কোন ভিএআর সিস্টেম নেই, সেখানে আসলেই কি ফাউল করছে নাকি করে নাই সেটা দ্বিতীয়বার দেখার আগেই রেফারি যেই ডিসিশন দিয়ে দিবে সেটাই ফাইনাল।’’

নুরে আলম হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘‘প্রথমত ভুলটা ছিল ব্যাক পাস এর কারণে, তারপর সেই মহামান্য আব* মার্কা রেফারি ফাউ একটা ফাউল দিয়ে আমাদের স্বপ্ন ভাঙলো।’’

স্বপ্নাশীষ বিশ্বাস লিখেছেন, ‘‘গোলটা যদিও আনফেয়ার তবুও নেপাল বাংলাদেশ থেকে বেটার ফুটবল খেলেছে। জিকোর দক্ষতার কারণে আরও গোল খায়নি৷ আর বরাবরই দেখা যাচ্ছে বাংলাদেশ ৮০ মিনিটের পর গিয়ে গোল খাচ্ছে। এদিকে একটু নজর দেয়া উচিত।’’

মল্লিক আব্দুল্লাহ আল সজিব লিখেছেন, ‘‘দেশের ফুটবল উন্নতি করতে হলে মূল সহ উপড়ে ফেলতে হবে, আগে নেপালকে হেসে-খেলে হারাতো এখন নেপালের সাথে জেতা তো দূরের কথা ড্র করতেই কষ্ট হয়ে যায়, এগুলো ফুটবলের জন্য অশনি সংকেত।’’

রেফারির সমালোচনা করে জাহাঙ্গীর আলম লিখেছেন, ‘‘বাজে রেফারিংয়ের শিকার বাংলাদেশ। সম্পূর্ণ পক্ষপাতমূলক পেনাল্টি দিয়েছে। ভিআরের কোনো সিস্টেম নেই। রেফারি নিজের ইচ্ছে মতো পেনাল্টি দিয়ে দিলো।এটা কোনো খেলা হলো।’’

মুজাহিদুল ইসলাম দুলন লিখেছেন, ‘‘রাকিবের লং পাস ভুল ছিলো। এই মুহুর্তে মিড ফিল্ড থেকে পাস করার কোন দরকার ছিলো না। রেফারির আরো দুই/তিনটা আচরণ আমার কাছে পক্ষপাতীত্ত্বমূলক মনে হয়েছে, বিশেষ করে এটা কোন ভাবেই পেনাল্টি হয় না।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ