Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণপিটুনিতে ডাকাত নিহত

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বকচর গ্রামে গণপিটুনিতে আতোয়ার রহমান নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ডাকাতের হামলায় গৃহকর্তাসহ ৩ জন আহত হয়েছে। নিহত আতোয়ার রহমানের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিনোদপুর এলাকার সুলতান হোসেনের ছেলে। আহত অপর ডাকাত লিটন শেখের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামে। আহত ব্যক্তিরা হলেন বকচর গ্রামের অটল চক্রবর্তী, তার স্ত্রী শ্রীপরা চক্রবর্তী এবং অটল চক্রবর্তীর মা গীতা রানী চক্রবর্তী। গ্রামবাসী জানায়, গত সোমবার দিনগত রাতে শিবালয়ের বকচর গ্রামের আটুল সাহার বাড়িতে ৫/৬জনের ডাকাত দল হামলা করে। এ সময় বকচর গ্রামের ওই বাড়ির লোকজন চিৎকার করলে আশেপাশের লোকজন জড় হয়। এতে ডাকাত সদস্যরা ওই বাড়ি নারীসহ তিনজনকে মারধর করে লুটের মাল নিযে পালাতে চেষ্টা করেন। সোমবার রাতে বকচর গ্রামে এই ঘটনা ঘট। এসময় মালামাল নিয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও দুইজনকে ধরে গ্রামবাসী গণপিটুনি দেয়। এতে এক ডাকাত সদস্য নিহত ও আপর ডাকাত আহত হয়।

শিবালয় থানার ওসি ফিরোজ কবির বলেন, আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাত নিহত

১৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ