Inqilab Logo

মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৯, ৯ যিলক্বদ ১৪৪৪ হিজরী

বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত দলের প্রধান আলমগীর হোসেন ওরফে ডাকাত আলম (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ২টায় এ ঘটনা ঘটে। র‌্যাব চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক নুরুল আবছার ইনকিলাবকে বলেন, গন্ডামারা এলাকায় ১০-১২ জনের একদল ডাকাত অবস্থান করছে খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযানে যায়। এ সময় তারা গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি ছোঁড়েন।

পাল্টাপাল্টি গুলি বিনিময়ের পর তারা পিছু হটতে বাধ্য হয়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ আলমকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে ডাকাত দলের নেতা হিসেবে শনাক্ত করেন। তার বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, নিজেদের মধ্যে গোলাগুলিতেই তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড কার্তুজ, দুই রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ