Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ১:০৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল হোসেন সুমন ওরফে টাওয়ার সুমন (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বারদী ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সোনারগাঁও থানার ওসি মো. মোর্শেদ আলম এ তথ্য জানান।
ওসি জানান, সোনারগাঁওয়ের বারদী শান্তির বাজারে একদল সশস্ত্র ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের গুলিতে একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে টাওয়ার সুমনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় চার পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি গুলিভর্তি ওয়ান শুটারগান, একটি রামদা ও দু'টি বড় ছোড়া এবং ডাকাতি করার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আবুল হোসেন সুমন ওরফে টাওয়ার সুমনের বাড়ি আড়াইহাজারে। তার বিরুদ্ধে সোনারগাঁও ও আড়াইহাজার থানায় ১১টি মামলা রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনালের হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাত নিহত

১৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ