Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুমিল্লায় পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে ডাকাত নিহত

চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১০:৪৫ এএম | আপডেট : ১১:০৮ এএম, ৯ জুন, ২০১৮

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে গোলাগুলিতে সুমন (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টায় চান্দিনা-দেবিদ্বার রোডের ছেচরা পিকুরিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের এসআই আসাদ, এএসআই ইনতাজ ও কনস্টেবল মনির আহত হন।
পুলিশ জানায়, গোপন সূত্রে পুলিশ খবর পাই একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ডাকাতির প্রস্তুতিকালে রাত ১ টার দিকে পুলিশ ঘটনাস্থলে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গোলাগুলি শুরু করে।
এ সময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে ডাকাত সুমন গুরুতর আহত হয় পরে মারা যায়। সে দেবিদ্বার উপজেলার কুরুইনের হাবিবুর রহমানের পুত্র। এ সময় পুলিশ ১টি পাইপগান, ১টি কার্তুজ, ১৯ রাউন্ড শটগানের গুলি ঊদ্ধার করে। তার বিরুদ্ধে থানায় ১৫টি মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাত নিহত

১৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ