Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মুয়াজ্জিনের লাশ উদ্ধার

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ৪:০৫ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মসজিদের মুয়াজ্জিন আব্দুল জব্বার (৭০) নামের এক বৃদ্ধে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ও মধ্য রামরাম সেন জামে মসজিদের মুয়াজ্জিন।

এলাকাবাসী ও ভাঙ্গামোড় ওয়ার্ডের ইউপি সদস্য আবু মুসা জানান, কয়েকদিন ধরে আব্দুল জব্বারের মাথায় সমস্যা দেখা দেয়। মাথায় যন্ত্রণা হওয়ায় তিনি মাঝে মাঝে ছটফট করতেন। এ অবস্থায় মঙ্গলবার ফজরের নামাজের পর সকলের অজান্তে বাড়ির পাশের পরিত্যক্ত স্কুল ঘরের আড়ার সাথে গলায় রশি পেচিয়ে সে আত্মহত্যা করেন তিনি । সকাল নয়টার দিকে স্কুলের পাশ দিয়ে যাওয়া লোকজন লাশ ঝুলতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ প্রসঙ্গ ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ বিষয়ে থানায় একটি ইউডি দায়ের হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ