Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবার আগে বিশ্বকাপে জার্মানি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ১১:৫২ এএম

নর্থ মেসেডোনিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে জার্মানি। প্রথম দল হিসেবে এখন তারা বিশ্বকাপের আয়োজক কাতারের সঙ্গে যোগ দিয়েছে। এর মাধ্যমে ২০ বারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে তারা। বিশ্বকাপে সর্বোচ্চ ২১ বার খেলেছে ব্রাজিল।

বিশ্বকাপে জায়গা করে নিতে হলে মেসেডোনিয়ার বিপক্ষে জয় পেতেই হবে। এমন পরিসংখ্যান নিয়ে খেলতে নেমে জার্মানি প্রথমার্ধে কোন গোল তুলে নিতে পারেনি। ম্যাচের ৫০ মিনিটের সময় কাই হার্ভেজ গোল করে জার্মানিকে প্রথমে এগিয়ে নেন। এরপর ৭০ ও ৭৩ মিনিটে তিমো ওয়ের্নার জোড়া গোল করে ব্যবধান আরো বাড়িয়ে নেন। জার্মানদের হয়ে শেষ গোলটি করেন জামাল মুসিয়ালা।

জামাল ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব দলগুলোতে খেললেও জাতীয় দল হিসেবে তিনি বেঁছে নিয়েছেন জার্মানিকে।



 

Show all comments
  • MD. SHAFIUL HAQUE ১২ অক্টোবর, ২০২১, ৩:২১ পিএম says : 0
    wish you good luck German football team!!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ