মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইল থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক স্পোর্টস ব্রান্ড নাইকি। আগামি বছরের ৩১শে মে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। এ নিয়ে ইসরাইলে স্টোর মালিকদের চিঠি দিয়েছে নাইকি। এতে বলা হয়, পরিবর্তনশীল বাজারের বিষয়টি ব্যাপক পর্যালোচনার পর বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানির নীতি ও ব্যাবসায়িক উদ্দেশ্য বাস্তবায়নের কারণেই ইসরাইল থেকে ব্যবসা গুটিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে নাইকি। ব্যবসায়ীরা যাতে অন্য কোম্পানির পণ্য বিক্রি শুরু করে সে পরামর্শও দেয়া হয়েছে ওই চিঠিতে। দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, এই ঘোষণার প্রভাব পড়তে যাচ্ছে ইসরাইলের শতশত স্পোর্টস শো রুমে। এদিকে এ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল নাইকির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ইন্ডিপেনডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।