বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পরমানু বিজ্ঞানী ড. আব্দুল কাদির খানের ইন্তেকালে বাংলাদেশ মুসলিম লীগের নেতৃদ্বয় এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, সংঘাতময় পৃথিবীতে অসহায় ও নির্যাতিত মুসলিম জাতির আত্মমর্যাদা সমুন্নত করতঃ পরমানু প্রযুক্তি উন্নয়নে অভূতপূর্ব অবদান বিশ্ববাসী অনন্তকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট বদরুদ্দোজা সুজা ও মহাসচিব কাজী আবুল খায়ের আজ সোমবার এক যৌথ শোক বিবৃতিতে বলেন, ড. আবদুল কাদির খানের মৃত্যুতে মুসলিম বিশ^ তার একজন ক্ষণজন্মা প্রতিভাবান মহাপুরুষকে হারালো। ড. আবদুল কাদির খান পারমানবিক শক্তি উদ্ভাবন করে সারাবিশে^র ক্ষমতাধর রাষ্ট্রসমূহকে স্তব্ধ করে দিয়ে মুসলিম বিশে^র ক্ষমতার ভারসাম্য এনে দিয়েছিলেন। ক্ষণজন্মা এই মহাপুরুষের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার রূহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।