পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ মুসলিম লীগ সভাপতি সাবেক এমপি এড. বদরুদ্দোজা সুজা এবং মহাসচিব কাজী আবুল খায়ের অবিলম্বে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আয়োজন করে দিতে সরকারের নিকট জোর দাবী জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বেগম খালেদা জিয়ার বারবার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়েও পাচ্ছেন না। মানবিক বিষয়কেও রাজনৈতিক ভাবে বিবেচনা করা হচ্ছে বলেই তিনি বিদেশ যাওয়ার অনুমতি পাচ্ছেন না বলে সাধারণ মানুষ বিশ^াস করে।
নেতৃদ্বয় আরও বলেন, ভবিষ্যৎ বিবেচনায় আইনি জটিলতার অজুহাতে একজন জাতীয় নেতার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি না পাওয়ার কলঙ্কময় কোন দৃষ্টান্ত রাজনৈতিক অঙ্গনে সূচিত না হোক। এরকম হলে তা অদূর ভবিষ্যতে এক বিভীষিকাময় প্রতিহিংসা-পরায়নতার জন্ম দেবে, যার দায়ভার সংশ্লিষ্ট সকলকেই বহন করতে হবে।
ভবিষ্যৎ প্রজন্মের কাছে কালিমা-মুক্ত থাকতে, দল মত নির্বিশেষে সকল রাজনীতিবিদদেরই বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার অনুমতি প্রদানের পক্ষে কাজ করা উচিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।