Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুতার মণ্ডপ নিয়ে তৃণমূল-বিজেপি মুখোমুখি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১:২০ পিএম | আপডেট : ১:২৫ পিএম, ১১ অক্টোবর, ২০২১

ভারতের বিজেপীর উগ্রতা থেকে দূর্গাপুজোও রেহাই পেল না। রাজনীতির রঙ প্রবলভাবে এসে গেল দূর্গাপুজোয়। দমদম ভারত চক্রের পুজো নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, দেশের যা অবস্থা, তাই ওরা দেখাচ্ছে। বিধানসভায় বিরোধী দলনেতা, বিজেপির অন্যতম প্রধান নেতা শুভেন্দু অধিকারী জানান, এই পুজো বন্ধ না করলে প্রশাসন দায়ী থাকবে অনভিপ্রেত ঘটনার জন্যে। দমদম ভারতচক্র বলছে, কোনও চাপের কাছেই তারা নতিস্বীকার করবে না। কারণ, তারা রাজনীতি করার জন্যে পুজোর থিম সৃষ্টি করেননি। তারা যে জুতা দিয়ে মণ্ডপ বানিয়ে সেখানে পূজা অনুষ্ঠিত হবে।

ভারতচক্রের কৃষক আন্দোলনকে থিম করা হয়েছে। অবধারিতভাবে লখিমপুর খেরি এই থিমে উপস্থিত। রণভূমিতে পরিত্যক্ত চটি জুতো দিয়ে ম-প সাজানো হয়েছে।

বিজেপির দাবি, চটি জুতো দিয়ে মণ্ডপ সাজানোয় হিন্দুদের ধর্মীয় আবেগে আঘাত লেগেছে। বিজেপির আই টি সেলের প্রধান অমিত মালব্য টুইট করেছেন, তৃণমূলের উস্কানিতেই দেবীকে অপমান করা হয়েছে চটি জুতো দিয়ে মণ্ডপ বানিয়ে। চটি জুতো সরাতে হবে। রাজনৈতিক সংঘাতে উত্তাল এখন পুজোর এই আবহ। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে দমদম ভারতচক্রের মণ্ডপে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ