Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় বিয়ের জন্য পাত্রীর সন্ধানে নোবেল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১০:৫৯ এএম

দীর্ঘ দিন ধরে গায়ক মাঈনুল আহসান নোবেলের সঙ্গে দাম্পত্য সম্পর্কের টানাপড়েন চলছিল স্ত্রী সালসাবিল মাহমুদের। গত ১১ সেপ্টেম্বর নোবেলকে তালাকের নোটিশ পাঠিয়েছেন সালসাবিল। তালাকের নোটিশ হাতে পাওয়ার বিষয়টি স্বীকারও করেন নোবেল। তবে সেই তালাকনামায় সই করেন নি তিনি। নোবেল তালাক নামায় স্বাক্ষর না করলেও তিন মাসের মধ্যে তা কার্যকর হয়ে যাবে। এদিকে তালাক কার্যকরের আগেই পাত্রী খোঁজা শুরু করেছেন নোবেল।

এরই মাঝে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পাত্রী চাই’ বলে স্ট্যাটাস দিয়েছেন এই গায়ক। নিজের ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে এক স্ট্যাটাসে নোবেল লেখেন, ‘পাত্রী চাই’। নোবেলের সেই পোস্ট দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। যার কমেন্টস বক্সে বেশিরভাগ মতামতই নোবেলকে নিয়ে কটাক্ষ করা।

এর আগে তালাকের নোটিশ হাতে পাওয়ার বিষয়টি স্বীকার করে নোবেল জানিয়েছিলেন, বিষয়টিতে বিচলিত নন তিনি। বরং নতুন করে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বাবা-মায়ের পছন্দে দ্বিতীয় বিয়ে করতে চান।

উল্লেখ্য, প্রথম স্ত্রী সালসাবিলকেও তিনি পেয়েছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। ফেসবুক সূত্রে নোবেলের পরিচয় হয় মেহরুবা সালসাবিলের সঙ্গে। এরপর ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিলকে বিয়ে করেছিলেন নোবেল।

ভারতীয় বাংলা টিভি চ্যানেল জি বাংলার ‘সারেগামাপা’র মঞ্চ থেকে প্রথম আলোচনায় আসেন মাঈনুল আহসান নোবেল। এরপর গান ও কাজের চেয়ে বেশি জন্ম দিয়েছেন বিতর্কের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পীদের হেয় করে মন্তব্য করেন নোবেল। পরে এ নিয়ে বিভিন্নজনের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোবেল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ