Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়াল মাদ্রিদের শাস্তি হওয়া উচিত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াতে বহুদিন ধরেই চেষ্টায় আছে রিয়াল মাদ্রিদ। গেল গ্রীষ্মকালীন দলবদলে তো বার তিনেক প্রস্তাব দিয়েও প্রত্যাখ্যাত হয়েছে। রিয়াল মাদ্রিদের এমন মরিয়া চেষ্টাকে পিএসজির ক্রীড়া ব্যবস্থাপক লিওনার্দোর মনে হচ্ছে তার নিজ দলের প্রতি স্প্যানিশ পরাশক্তিদের সম্মানের অভাব হিসেবে। এজন্যে এবার প্রকাশ্যে তাদের শাস্তিও চাইলেন তিনি।
গেল গ্রীষ্মে এমবাপে অবশ্য নিজেই পিএসজি ছাড়ার অভিপ্রায়ের কথা জানিয়েছিলেন ক্লাবকে। তা জেনে রিয়াল কর্তৃপক্ষ রীতিমতো ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়েছিল পিএসজিকে। যদিও লিগ ওয়ানের দলটি শেষমেশ সেটাতেও সায় দেয়নি। ফলে চলতি মৌসুমেও এমবাপ্পে থেকে গেছেন পিএসজিতে। খেলছেন লিওনেল মেসি ও নেইমারদের সঙ্গে।
তবে রিয়াল কর্তৃপক্ষ অনেক আগে থেকে এমবাপ্পেকে দলে টানার চেষ্টার কথা স্বীকার করেনি কখনোই। লিওনার্দো অবশ্য জানালেন, সেসবে বিশ্বাস করেন না তিনি। সম্প্রতি মিলানে ফেস্তিভো দেল্লো স্পোর্ত নামক উৎসবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন তিনি, ‘রিয়াল মাদ্রিদ বিষয়টা অস্বীকার করছে। তবে আমি মনে করি, রিয়াল মাদ্রিদ অনেক দিন ধরেই এমবাপেকে দলে টানার চেষ্টা করছে।’
এমন চেষ্টার জন্য রিয়াল মাদ্রিদের শাস্তিও হওয়া উচিত বলে মনে করেন তিনি। সাবেক ব্রাজিলিয়ান এই ফুটবলারের কথা, ‘দুই বছর ধরে এমবাপ্পের সঙ্গে খোলাখুলিভাবেই কথা চালিয়ে যাচ্ছে তারা। সেজন্যে তার শাস্তি হওয়া উচিত।’
আর একে ক্লাব তো বটেই, এমবাপ্পের জন্যও অপমানকর বলে মনে করছেন লিওনার্দো, ‘রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এমবাপ্পের প্রতি সম্মানের অভাব আছে বলে মনে হচ্ছে। সে একজন স্বাভাবিক খেলোয়াড় নয়, সে বিশ্বের অন্যতম সেরা এক খেলোয়াড়। কোচ, বোর্ড, রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা পর্যন্ত কিলিয়ানকে নিয়ে কথা বলেছে। আমি মনে করি এটা তাদের পরিকল্পনার অংশ, যা মোটেও সম্মানজনক নয়।’
পিএসজির পক্ষ থেকে অনেকগুলো চুক্তির প্রস্তাব নাকচ করে দিয়েছেন এমবাপ্পে। তবু তাকে বিক্রির ইচ্ছা ক্লাবটির নেই বলে জানালেন লিওনার্দো, ‘আমাদের ইচ্ছা হচ্ছে কিলিয়ান এমবাপ্পের চুক্তি নবায়ন করা। আমাদের পরিকল্পনায় পরিবর্তন আসেনি এখনো। কিলিয়ান একটা রত্ন। পিএসজির জন্য যথার্থ খেলোয়াড় সে।’
লিওনেল মেসিকে দলে টানার পর একটা গুঞ্জন তৈরি হয়েছিল এমবাপ্পের দলবদলের। ধারণা করা হচ্ছিল, পিএসজি কর্তৃপক্ষ নিজে থেকেই হয়তো ছেড়ে দেবে ফরাসি এই তারকাকে। কিন্তু লিওনার্দো সে সম্ভাবনাও উড়িয়েই দিয়েছেন, ‘আমাদের দলে কিলিয়ান থাকবে, লিও থাকবে, নেইমারও থাকবে। আমরা কখনোই পিএসজির ভবিষ্যৎ এমবাপেকে ছাড়া পরিকল্পনা করিনি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়াল মাদ্রিদ

১৭ সেপ্টেম্বর, ২০২০
৭ মার্চ, ২০১৯
২৭ সেপ্টেম্বর, ২০১৮
৯ আগস্ট, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ