Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গর্ভপাতে নিষেধাজ্ঞার আইন টেক্সাসের আদালতে বহাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের প্রায় সব গর্ভপাত নিষিদ্ধের আইনটি সাময়িক সময়ের জন্য বহাল রাখার নির্দেশ দিয়েছে দেশটির একটি আপিল আদালত। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন আইনটির বিরুদ্ধে স্থাগিতাদেশ প্রত্যাহারের অনুরোধ করলে তাতে সাড়া দিয়ে এই নির্দেশ দেয় ফিফথ সার্কিট কোর্ট অব আপিল। সম্প্রতি একটি নিম্ন আদালত নিষেধাজ্ঞার আইনটি স্থগিত করে গর্ভপাতের সাংবিধানিক অধিকারের আপত্তিকর বঞ্চনা উল্লেখ করে। নিষেধাজ্ঞার এই আইনে গর্ভধারনের ছয় সপ্তাহ থেকে সব ধরনের গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে ভ্রুণের হৃদপিন্ডের কর্মকান্ড শনাক্ত হওয়ার পর গর্ভপাত বা এতে সহযোগিতা করলে তার বিরুদ্ধে মামলার অধিকার দেওয়া হয়েছে। ধর্ষণ বা অজাচারে গর্ভধারনের ক্ষেত্রেও কোনও ব্যতিক্রম রাখা হয়নি আইনে। নিম্ন আদালতের রায়ের পরই টেক্সাস অঙ্গরাজ্যের কর্মকর্তারা এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেন। আবেদনে সাড়া দিয়ে আপিল আদালত যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়কে মঙ্গলবারের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আপিল আদালতের নির্দেশের সেন্টার ফর রিপ্রডাক্টিভ রাইটস-এর ন্যান্সি নর্থাপ সুপ্রিম কোর্টকে ‘হস্তক্ষেপ করে এই পাগলামি বন্ধের’ আহবান জানিয়েছেন। তিনি বলেন, মৌলিক অধিকার লঙ্ঘ করে যেসব আইন সেগুলোর বাস্তবায়ন বন্ধ করার এখতিয়ার রয়েছে আদালতের। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল এই সিদ্ধান্তকে বড় খবর বলে উল্লেখ করেছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ