Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুর ভাঙ্গায় কৃষকের লাশ খেজুর গাছে

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ৬:০৭ পিএম | আপডেট : ৬:০৮ পিএম, ১০ অক্টোবর, ২০২১

রবিবার (১০ অক্টেবোর) ভাঙ্গায় আরিফ শেখ (৩৪) নামে এক কৃষকের ঝুলন্ত অবস্থায় লাশ খেজুর গাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ অক্টোবর) দুপুরে কৃষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

মৃত্য আরিফ সেখ ভাঙ্গা হামিরদী ইউনিয়নের গজারিয়ার শেখ আবু তালেবের ছেলে।
আরিফের চাচা আজিজুল শেখ ইনকিলাকে জানান, তার ভাইয়ের ছেলে আরিফ শেখ সল্পসময় ধরে পার্শ্ববর্তী নগরকান্দার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রামে শ্বশুর বাড়িতে বউ নিয়ে থাকতেন।

শুনেছি আরিফ জ্বরে আক্রান্ত হয়েছিল। শনিবার (৯ অক্টোবর) বিকেলে শ্বশুর বাড়ির পাশে হামিরদী ইউনিয়নের মুনসারাবাদ বাজারে ওষুধ কিনতে আসে সে।

এরপর আর বাড়ি ফেরেননি। রবিবার (১০ অক্টোবর) সকালে এলাকাবাসী মাঠের মধ্যে খেজুর গাছের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়।
পরে তার মরদেহ পুলিশ উদ্ধার করে।
ভাঙ্গা থানার পরিদর্শক বিকাশ মণ্ডল ইনকিলাবকে জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে কেউ যদি অভিযোগ করেন তাহাও আইনের আচারন মেনে আমলে নেওয়া হবে। কেউ কোন হয়রানি হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ