বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে নিষিদ্ধ মা ইলিশ শিকারের অপরাধে ২৩ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। রোবিবার (১০ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল ১১টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ। এসময় এদের নিকট থেকে ৩০ কেজি মা ইলিশ, দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
পরে দুপুর ১টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। এবং ১০ জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। সে সাথে মা ইলিশগুলো উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বন্টন করে দেওয়া হয় এবং নিষিদ্ধ কারেন্ট জালগুলো আগুনে পুঁড়ে বিনষ্ট করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ, মাওয়া নৌ-পুলিশ ও আনসার-ব্যাটালিয়ন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।